Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২১, ২০২৩

প্রচারের প্রথমদিনেই উত্তপ্ত দেগঙ্গা। পড়ল মুহুর্মুহু বোমা, গুলি। পুলিশকে ঘিরে চলল বিক্ষোভ

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রচারের প্রথমদিনেই উত্তপ্ত দেগঙ্গা। পড়ল মুহুর্মুহু বোমা, গুলি। পুলিশকে ঘিরে চলল বিক্ষোভ

পঞ্চায়েত নির্বাচনের প্রচারের প্রথম দিনই তৃণমূল ও আইএসএফ-এর মধ্যে লাগাম ছাড়া অশান্তি দেগঙ্গায়। মনোনয়ন জমা দেওয়া নিয়ে আমরা রাজ্যের ভাঙড়, ক্যানিং, উত্তর দিনাজপুর, দিনহাটায় চূড়ান্তব হিংসা দেখেছি। এবার পঞ্চায়েত ভোটের প্রচারপর্বেও শুরু হয়ে গেল অশান্তি। পতাকা বাঁধাকে কেন্দ্র করে প্রচারের প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ঝিকরা এলাকা। অভিযোগ, তৃণমূল – আইএসএফ সংঘর্ষে এখানে মুড়িমুড়কির মতো বোমা পড়েছে, গুলি চলেছে। পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। উল্টে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা।

স্থানূয় সূত্রে জানা গেছে, দেগঙ্গার ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরপুকুর এলাকায় এবারের আইএসএফ প্রার্থী যিনি হয়েছেন তিনি গতবার তৃণমূল প্রার্থী ছিলেন। তিনি ও তাঁর সঙ্গীরা এলাকায় আইএাএফ-এর পতাকা বাঁধতে গেলে তৃণমূল তাদের বাধা দেয় বলে অভিযোগ। এর পর উভয় পক্ষ পরস্পরকে লক্ষ্য করে বোমা ছুঁড়তে থাকে। স্থানীয়রা জানিয়েছেন, “বেশ কয়েক রাউন্ড গুলিও চলেছে।” এদিকে প্রচারকে কেন্দ্র করে এই বেমা,গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ। তবে পুলিশের সামনেই ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ।

এই ঘটনায় তৃণমূলের অভিযোগ আইএসএফ-এর বিরুদ্ধে। তৃণমূল বলছে, এলাকায় সন্ত্রাস ছড়াতে আইএসএফ, তারদই বোমা মারছে, গুলি চালাচ্ছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন শুরুর পর থেকেই অশান্তি চললেও শীষ আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী সঠিক ভাবে মোতায়েন করে শান্তিপূণ পঞ্চায়েত নির্বাচন করার বিন্দুমাত্র সদিচ্ছা যে রাজ্য নির্বাচন কমিশনারের নেই সেটা তিনি বার বার বুঝিয়ে দিছেন। তথ্য বলছে, গত ৮ জুন পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে ২১ জুন পর্যন্ত মোট ৮ জন খুন হয়েছেন। রাজ্যের প্রায় সব জেলায় হিংসা চলছে। বোমা-গুলি-শাসানি-অপহরণ, মনোনয়ন প্রত্যাহার করতে বলে বাড়িতে সাদা থান, ফুলের মালা, মিষ্টি পাঠানোর অভিযোগ উঠছে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার শেষ হয়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বুধবার প্রচারের প্রথম দিন সকালটা জেলায় জেলা দ্বিতীয় রাউন্ডের অশান্তি শুরু হয়েছে। এর পরেও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বুধবার সকালে বলেছেন, “পরিস্থিতির উপর নজর রাখছি।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!