- এই মুহূর্তে দে । শ
- জুন ১৫, ২০২৩
শনিবার কালীঘাটে তৃণমূলের পঞ্চায়েত কমিটির বৈঠক ডাকলেন মমতা

আগামী শনিবার দুপুরে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তৃণমূলের পঞ্চায়েত নির্বাচন কমিটির বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল দল প্রার্থী দেওয়া নিয়ে জেলায় জেলায় বড় রকমের ভাঙনের মুখে। কি করে পঞ্চায়েত নির্বাচনের মুখে এই ভাঙন রাখা যায় তা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার যাত্রায় জেলায় জেলায় দলকে যে নির্দেশ তিনি দিয়ে এসেছিলেন সেটা কি দলের জেলা নেতৃত্ব মঞ্চে না? যদি সেটা হয় তাহলে কেন তা হচ্ছে? প্রসঙ্গত সব জেলায় নব জোয়ার যাত্রার পর ক্যাম্প থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বের প্রতি কড়া বার্তা দিয়েছিলেন। বলেছিলেন শান্তিতে পঞ্চায়েত নির্বাচন করতে হবে। মনোনয়নে কোনও রকম অশান্তি দল বরদাস্ত করবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ দল যে শুনছে না সেটা পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার থেকেই বোঝা যাচ্ছে। মনোনয়নের প্রথম দিন মুর্শিদাবাদের খড়গ্রামে এক কংগ্রেস কর্মীকে তৃণমূল কর্মীরা বাড়িতে ঢুকে খুন করে আসে। তার পর মনোনয়নের পঞ্চম দিন পর্যন্ত ভাঙড়, ক্যানিং, বীরভূম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বাঁকুড়া সহ প্রায় সব জেলায় শাসক দলের তাণ্ডব অব্যাহত রয়েছে। মনোনয়নের শেষ দিনে উত্তর দিনাজপুরের চোপড়ায় বাম-কংগ্রেসের মনোনয়ন জমা দিতে যাওয়ার মিছিলে শাসক দলের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়, গুলি লেগে আহত হন আরও ২ জন। এই ঘটনায় রাজ্যে তৃণমূল বিপর্যস্ত ঘরে-বাইরে। এই পরিস্থিতিতে দলের পঞ্চায়েত নির্বাচনের কৌশল ঠিক করতে আগামী শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে তাঁর বাড়িতে তৃণমূল পঞ্চায়েত নির্বাচন কমিটির বৈঠক ডাকলেন। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের মন্ত্রীরা জেলায় জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে যাবেন এবং সেখানে গিয়ে সভা থেকে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরবেন সাধারণ মানুষের মধ্যে।
❤ Support Us