- এই মুহূর্তে দে । শ
- জুন ২৬, ২০২৩
কোচবিহারে মমতা: দিল্লিতে বিজেপির বিরুদ্ধে জোট, রাজ্যে ঘোট। পাল্টা অধীরের কটাক্ষ: মমতাই ঘোটালার নায়িকা

“দিল্লিতে যখন জোট হচ্ছে, বাংলায় তখন ঘোঁট করছে। দিল্লিতে জোট হবেই, মহাঘোঁট ভেঙে দেবো।” সোমবার কোচবিহার থেকে এভাবেই রাজ্যের বাম,কংগ্রেসকে কেন্দ্রের বিজেপি বিরোধী জোট নিয়ে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে বিজেপিকেও ছাড়লেন না মমতা।
এদিকে মমতাকেই জোটকে ঘোঁটে পরিণত করার মূল চক্রী, বলে তীব্র সমালোচনা করলেন অধীর রঞ্জন চৌধুরী।
মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কেচবিহারের চান্দামারিতে পঞ্চায়েত নির্বাচনের সভামঞ্চ থেকে বলেন, “সিপিএম, কংগ্রেস, বিজেপিকে বিদায় দিন। আমি দিল্লিতে মহাজোটের চেষ্টা করছি। এখানে সিপিএম, বিজেপি, কংগ্রেস এক হয়েছে। কালও আমায় গালাগাল দিয়ে বলেছে মহাঘোঁট। আমি বলছি দিল্লিতে জোট হবে। ঘোঁট ভেঙে দেবো। বাংলাটা আমি দেখবো। বিজেপিকে আর নয়। সিপিএম অনেক অত্যাচার করেছে। সিপিএমকে আর আনবেন না। কংগ্রেস এখানে বিজেপির সঙ্গী।”
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করার পরই মমতাকে জোট ইস্যুতে বেলাগাম আক্রমণ করেছে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোঁট ও ঘোটালার নায়ীকা, আপনার মুখে এসব মানায় না। আপনি আয়নার দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞাসা করুন, কে অটল বিহারী বাজপেয়ীর বিজেপি মন্ত্রীসভায় ছিল, কে বাংলায় বিজেপিকে ক্ষমতায় এনেছে, কে গুজরাটে দাঙ্গার পর চুপ করে ছিল, কে বিজেপিকে শক্তি যোগাচ্ছে? আপনার মুখে এসব মানায়? যতবার জোটের কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সেই জোট বানচাল করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন চোরেদের নেতৃত্ব দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলার কংগ্রেস শিখবে না কি করে বাংলায় কংগ্রেস চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন কংগ্রেসের দয়ায়।”
সিপিএম নেতা শমীক লাহিড়ী বলেন, “বিজেপির সঙ্গে জোট করে চলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে সুবিধা করে দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় সারদা ও নারদা মামলা থেকে, বালি,গরু,কয়লা পাচার থেকে, চাকরি দূর্নীতি থেকে রেহাই পাচ্ছেন। উনি বড় বড় কথা বলছেন কেন?”
এদিকে রাজ্যের বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এখন দেউলিয়া অবস্থা। এখন মমতা বন্দ্যোপাধ্যায় তাই সিপিএমের কাছে যাচ্ছে। তৃণমূলের এখন এমন দশা যে ডাকবে সেখানেই যাবে। কিসের জোট? মমতা বন্দ্যোপাধ্যায় আগে নিজের দলটাকে বাঁচান।”
❤ Support Us