- এই মুহূর্তে দে । শ
- জুন ২৪, ২০২৩
২৬ জুন, কোচবিহার থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু মমতার

৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। প্রচারের জন্য এখন হাতে আর মাত্র ১৪দিন। সময়টা পঞ্চায়েত নির্বাচনের প্রচারের জন্য খুবই কম। তাই আর কালক্ষেপ না করে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে সোমবার, ২৬ জুন, মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে প্রথম জনসভা করবেন বলে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। রবিবারই তিনি কোচবিহার রওনা দেবেন। উত্তরবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু করেছেন বলে এই জেলার প্রায় সব সভায় তিনি বলেছেন। তার পর উত্তরবঙ্গ তৃণমূলকে দুহাত ভোরে আশীর্বাদ নির্বাচনে দেয়নি। ২০১৯ এর লোকসভা, ২০২১-এর বিধানসভা নির্বাচনেও তৃণমূলকে দু’হাত উপুড় করে জনতা আশীর্বাদ করেনি। তাই প্রচারের প্রথমেই উত্তরবঙ্গকে আবারও বেছেছেন তৃণমূল নেত্রী। আমরা এর আগে দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নব জোয়ার যাত্রা কোচবিহার থেকে শুরু করেছিলেন। কোচবিহার জেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনের শুরু করলেও প্রত্যেকটি জেলাতেই তৃণমূল নেত্রী যাবেন বলে তৃণমূল সূত্রে খবর। কোচবিহার থেকে শুরু করে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পঞ্চায়েত নির্বাচনের প্রচার শেষ হবে দক্ষিণবঙ্গে। যদিও দু’সপ্তাহের কম সময় থাকছে তৃণমূল নেত্রীর হাতে।
মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন উত্তরবঙ্গের জেলাগুলিতে তৃণমূলের যে গোষ্ঠী কোন্দল চলছে সেই ক্ষতে কিছুটা প্রলেপ পঞ্চায়েত নির্বাচনের আগে দিতে। তবে সেটা এখন আর সম্ভব কি না সেটা নিয়ে প্রশ্ন আছে। তৃণমূলে নবজোয়ার যাত্রাকে কেন্দ্র করে কুৎসা, অপপ্রচারের জবাব যেমন অভিষেক দিয়েছেন তেমনই এই কোচবিহারের প্রথম নব জোয়ারের সভার পর দলীয় ৰার্থী নির্বাচন পর্বে সিতাই -এ তৃণমূলের গোষ্ঠী কোন্দলের প্রকট ছবি। তার উপর পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে এই উত্তরবঙ্গের মালদা, জলপাইগুড়ি, কোচবিহার–সহ নানা জেলায় তৃণমূলের অভ্যন্তরীন বিবাদ এখন চরমে পৌঁছেছে। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার দিন থেকেই এটা চলছে। তৃণমূলে টিকিট না পেয়ে বিক্ষুব্ধ হয়ে তৃণমূল থেকে বেরিয়ে নির্দল প্রার্থী হওয়ার সংখ্যাও নেহাত কম নয়। এই নির্দল কাঁটা নিয়েই নির্বাচনে লড়তে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। যদিও এই নির্দল প্রার্থী ও বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের বলতে শোনা যাচ্ছে নির্দলের হয়ে জিতলেও সব শেষে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবো। তবে তৃণমূলের কাছে এই নির্দল প্রার্থী হওয়া, তৃণমূল ছেড়ে, এই পরিস্থিতিটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় এবং পঞ্চায়েত নির্বাচনে নিজের হাতে তৈরী করা দলকে আবার গুছিয়ে নিতে কোচবিহার থেকেই ময়দানে মানছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়।
❤ Support Us