- এই মুহূর্তে দে । শ
- জুন ২১, ২০২৩
চোপড়ায় প্রাণ হারালেন বাম কর্মী । এই নিয়ে ১৫ দিনে রাজ্যে ভোটের বলি ৮ । নির্বাচন কমিশনারের প্রতিক্রিয়া, “পরিস্থিতির উপর নজর রাখছি”

উত্তর দিনাজপুরের চোপড়ায় মনোনয়ন জমা দিতে গিয়ে ১৫ জুন গুলিবিদ্ধ হন ২৩ বছরের মনসুর আলম। আজ বুধবার সকালে সেখানকার একটি নার্সিং হোমে এই মনসুর আলমের মৃত্যু হয়। অভিযোগ তৃণূলের দুস্কৃতীরা তাঁর মাথায় গুলি করার পর তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। ভোট ঘোষণার পর থেকে এই নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।
শাসক-বিরোধী মিলিয়ে মুর্শিদাবাদের খড়গ্রামে প্রথম ভোটের বলি হন কংগ্রেসের এক কর্মী, তাঁকে বাড়িতে ঢুকে খুন করে তৃণমূল, এটাই কংগ্রেসের অভিযোগ। এরপর ভাঙড়, চোপড়া, দিনহাটা মিলিয়ে গত ১৫ দিনে মোট ৮ জন প্রাণ হারালেন।
বুধবার সকালে দেগঙ্গায় তৃণমূল-আইএসএফ সংঘর্ষ হয়। মুহুর্মুহু বোমা পড়ে। এদিকে বুধবার সকালে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে সাংবাদিকদরা বাহিনী বারাবার বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন, “পরিস্থিতির উপর নজর রাখছি।”
এদিকে নির্বাচন কমিশনারের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “রাজ্য নির্বাচন কমিশনার সাংবিধানিক পদে থেকে সংবিধান মানছেন না। আসলে তৃণমূল যেমন চাইছে তিনি সেভাবেই চলছেন।”
বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “এই রাজ্য নির্বাচন কমিশনার রক্তচোষা। তিনি কিছুই দেখতে পাচ্ছেন না।”
এদিকে চোপড়ায় ২৩ বছরের সিপিএম কর্মীর তৃণমূলের গুলিতে প্রাণ হারানোর ঘটনায় সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “কমিশন ভোট ঘোষণা করেছে। নিরাপত্তার দায়িত্ব তাদের। মানুষকে ভোটে অংশগ্রহণ করতে ডেকে নিরাপত্তা দিতে পারছে না, কি দোষ ছিল ওই বাচ্চা ছেলেটার?”
❤ Support Us