- দে । শ
- জুন ১৫, ২০২৩
উত্তর দিনাজপুরের চোপড়ায় বাম-কংগ্রেসের মনোনয়নের মিছিলে গুলি। নিহত ২, আহত ৩। শাসকের বিরুদ্ধে অভিযোগের তীর

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও প্রাণহানির ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের চোপড়ায়। বাম-কংগ্রেসের প্রার্থীরা এদিন বিডিও অফিসে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে শাসক দলের গুলিতে আক্রান্ত হল, আহত হলেন ৩জন, প্রাণ হারালেন ২জন। গুলিবিদ্ধ অবস্থায় তিন জনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ ভিডিও অফিস থেকে ৭ কিলো মিটার দূরে যখন এই মিছিল এসেছে তখন শাসক দল তৃণমূলের দুষ্কৃতীরা তাদের ওপর গুলি চালায়। এর ফলেই মিছিল ছত্রভঙ্গ হয়, প্রাণ হারান দুজন, আহত হন ৩ জন। তৃণমূলের চোপড়ার বিধায়ক এই ঘটনায় তৃণমূলের যোগ অস্বীকার করেছেন। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে রাজ্যে কোনও আইনশৃংখলা নেই। পুলিশ কোথায় ছিল? রাজ্য নির্বাচন কমিশন কি ঘুমিয়ে আছে?”
চোপড়ার লালবাজার থেকে এই মিছিল শুরু হয় বাম ও কংগ্রেস প্রার্থীদের। মিছিল কাঠালবাড়ি এলাকায় এলেই তাদের ওপর তৃণমূলের দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ।আচমকাই মিছিলের উপর গুলি চালানো হলে ছত্রভঙ্গ হয়ে যায়। মনোনয়ন জমা দিতে যাওয়া বিরোধী প্রার্থীরা আতঙ্কে দৌড়োদৌড়ি শুরু করেন। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই মিছিল লক্ষ্য করে গুলি চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।
গুলিবিদ্ধ আহত এক ব্যক্তি হাসপাতাল থেকে বলেন, ‘‘আমরা মিছিল করে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলাম। তৃণমূল আমাদের আক্রমণ করল। ওরা আমাদের মনোনয়ন জমা দিতে যেতে বারণ করেছিল। আমরা সেটা না শুনলে ওরা গুলি চালায়, আমাকে গুলি করে। আমার এক আত্মীয়কেও গুলি করে। বড়ো বড়ো বন্দুক ছিল ওদের হাতে।’’
চোপড়ার তৃণমূলের বিধায়ক হামিদুল রহমান বলেন, এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই। বামেদের নিজেদের মধ্যে গোলমালের জেরেই গুলিচালনার ঘটনা ঘটেছে।”
❤ Support Us