- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ২১, ২০২৩
অধীরকে রাজ্যপালের ফোন, “পিস রুম” এ অভিযোগ জানানোর পরামর্শ

বড়ঞায় ২১ ঘণ্টা অবস্থানরত অধীর রঞ্জন চৌধুরীকে ফোন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অধীর রঞ্জন চৌধুরী এই কথা বড়ঞার অবস্থান স্থল থেকে বুধবার দুপুরে এই কথা জানালেন। অথচ এখনও প্রশাসনের তরফে কেউ একটা ফোন করেনি অধীর রঞ্জন চৌধুরীকে।
অধীর রঞ্জন চৌধুরী বলেন, “নির্বাচন কমিশনার দিদিমনি ও খোকাবাবুর ভৃত্য। তাই তিনি ফোন করলে তাঁর চাকরি চলে যাবে।”
অধীর রঞ্জন চৌধুরী জানান, “রাজ্যপাল আমায় ফোন করে বলেন, আপনি অবস্থান করছেন সেটা খবরে দেখেছি। আমি রাজভবনে একটি ‘পিস রুম’ তৈরি করেছি। আপনি চাইলে আপনার এই অবস্থার কথা ‘পিস রুম’-এ জানাতে পারেন। আমি তখন বলি, কি হবে জানিয়ে? রাজ্যপাল বলেন, আমি এই বিষয়টা উপযুক্ত জায়গায় জানাব। “পিস রুম”-এ এমন অনেক অভিযোগ এসেছে যাঁরা মনোনয়ন জমা দিতে পারছিলেন না। আমি তাঁদের সেই অভিযোগ রাজ্য নির্বাচন কমিশনে জানাই, তাতে তাঁরা মনোনয়ন জমা দিতে পেরেছেন। আপনি চাইলে আপনার অভিযোগ পাঠাতে পারেন।”
এদিন অধীর রঞ্জন চৌধুরী বলেন, “আমারা আদালতে গিয়েছি। দেখি আদালত কী নির্দেশ দেয় তারপর আমরা আমাদের পথ ঠিক করব।”
এখন দেখার অধীর রঞ্জন চৌধুরী নিজের অভিযোগ রাজ্যপালের “পিস রুম”-এ জানান কি না।
❤ Support Us