Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৫, ২০২৩

মনোনয়নের শেষ দিনেও উত্তপ্ত ভাঙড়।ক্যানিংয়ের অবস্থাও উত্তপ্ত।১৪৪ ধারা মানার চিহ্ন নেই, শাসক দলের বাধার মুখে বিরোধীরা

আরম্ভ ওয়েব ডেস্ক
মনোনয়নের শেষ দিনেও উত্তপ্ত ভাঙড়।ক্যানিংয়ের অবস্থাও উত্তপ্ত।১৪৪ ধারা মানার চিহ্ন নেই, শাসক দলের বাধার মুখে বিরোধীরা

মনোনয়নের শেষ দিনেও উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় ২ নম্বর ব্লক। লাঠি, বাঁশ, উইকেট নিয়ে ১৪৪ ধারা অগ্রাহ্য করে একেবারে বিডিও অফিসের মধ্যে ঢুকে তাণ্ডব চালায় তৃণমূলের কর্মী সমর্থকরা।  সকালেই ২টো বোমাও ফাটে বিডিও অফিসের সামনে। এরই মধ্যে লাল গাড়ি নিয়ে বিডিও অফিসে ঢুকে পড়েন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বলেন তিনি মনোনয়ন জমা দেবেন।  বিরোধী প্রার্থীদের প্রার্থী ও প্রস্তাবকদের সঙ্গে পরিচয়পত্র থাকলেও তাঁদের আটকাচ্ছে তৃণমূলের দুস্কৃতীরা। একজন সিপিএম মহিলা প্রার্থীকে মনোনয়ন জমা দিতে বাধা দেয় তৃণমূল। ওই মহিলা বাম প্রার্থীকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

প্রশ্ন হচ্ছে পুলিশ কোথায়? নির্বাচন কমিশনের জারি করা ১৪৪ ধারা কি পুলিশ বলবত রাখতে পারছে না? কেননা ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও অফিস পুরোপুরি তৃণমূলের দখলে।

ভাঙড় ১ নম্বর ব্লকের অবস্থাও একই। পুলিশ, আরএএফ এর সামনে তৃণমূল জমায়েত করছে বিডিও অফিসের ঢিল ছোঁড়া দূরত্বে। পুলিশ এলে তৃণমূলীরা জঙ্গলে ঢুকে পড়ছে, পুলিশ চলে গেলে আবার তৃণমূল বাহিনী বিডিও অফিসের সামনে চলে আসছে। মানা হচ্ছে না ১৪৪ ধারা।
এখানে আইএসএফ অভিযোগ করেছে, “মনেনয়ন জমা দিতে তাদের বাধা দিচ্ছে তৃণমূল। তৃণমূল মনেনয়ন জমা দিচ্ছে কিন্তু আইএসএফ কে মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না। পুলিশের কাছে অভিযোগ করেও কোনও কাজ হচ্ছে না।”

ক্যানিংয়ে মনোনয়নের পঞ্চম দিনে ক্যানিং অশান্ত। মনোনয়নের পঞ্চম দিনে মাদার তৃণমূল ও যুব তৃণমূূলে সংঘর্ষ হয়। বোমা পড়ে। আজ তাই সকাল থেকে পুলিশ সক্রিয়। সকালে দফায় দফায় প্রার্থী ও প্রস্তাবকরা মনোনয়ন জমা দিতে আসে। পুলিশ চেষ্টা করছে তাঁদের শান্তিতে মনোনয়ন জমা দেওয়ায় সহায়তা করতে।
তবে বিরোধীরা বলছে, “ক্যানিংয়ে পুলিশ সক্রিয় কারণ ওখানে মাদার তৃণমূলের সঙ্গে যুব তৃণমূলের মারামারি হচ্ছিল মনোনয়ন জমা দেওয়া নিয়ে। তাই তৃণূলের মনোনয়নে সহায়তা করতেই পুলিশ সকাল থেকে সক্রিয় হয়েছে। এখানে তো বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেওয়াই হচ্ছে না।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!