- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১, ২০২৩
অনুব্রতহীন বীরভূমে নতুন ভূমিকায় এবার নানুরের কাজল শেখ

বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এখন তিহাড় জেলে। তবে তাঁর হয়ে বীরভূমে বিরোধীদের ভয় দেখানোর কাজ চালাচ্ছেন একদা অনুব্রত মণ্ডল বিরোধী নানুরের তৃণমূল জেলা পরিষদ প্রার্থী কাজল শেখ৷ তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলছেন, “খেলা হবে।”
৮ জুলাই রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচন। এখন রাজনৈতিক উত্তাপে বাংলা টগবগ করে ফুটছে। নেতাদের ভাষণে আগুন ঝরছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ থেকে শুরু করে আরাবুল ইসলাম, সওকত মোল্লা, বীরভূমের কাজল শেখ সবার মুখেই এখন এলাকা গরম করা ভাষণ।
এবার বীরভূমে অনুব্রত মণ্ডল ছাড়াই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। লালমাটির এই জেলায় এখন দাপিয়ে বেড়াচ্ছেন একদা অনুব্রত বিরোধী তৃণমূল কংগ্রেস নেতা কাজল শেখ। বিজেপিকে উদ্দেশ্য করে একের পর এক হুঙ্কার দিয়ে চলেছেন কাজল শেখ।
মমতা বন্দ্যোপাধ্যায় কাজল শেখকে বীরভূমে এসে ধমক দিয়েছিলেন। গ্রেফতারির ১০ মাস পরেও সেই নকুলদানা, গুড়বাতাসা, চরাম চরাম ধ্বনি দিয়ে বুথ দখল করা অনুব্রতকে দল এখনও মর্যাদা দিয়ে চলেছে। তবে পাশাপাশি একদা অনুব্রতর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী কাজল শেখ এখন অনুব্রতর অনুপস্থিতিতে দলের তরফে বাড়তি দায়িত্ব পেয়েছেন। তাই নানুরের কর্মীসভা থেকে কাজল শেখকে বলতে শোনা যাচ্ছে, ‘খেলা হবে।’ তাই প্রশ্ন উঠছে, অনুব্রতর শূন্যস্থান কি পূরণ করবেন কাজল শেখ? কাজল শেখ বলেন, “বীরভূমে এখনও টিম অনুব্রত কাজ করছে। বিরোধীদের উপায় নেই, তাই সন্ত্রাসের অভিযোগ তুলছে।”
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়ে তিহাড় জেলে বন্দি হতেই বীরভূমে কাজল শেখ হয়ে উঠেছেন তৃণমূলের নেতা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এসে কাজল শেখকে ধমক দিলেও আবার বীরভূম তৃণমূল জেলার কোর কমিটি গড়ে সেখানে কাজল শেখকে জায়গাও দিয়েছেন। এবারের পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের টিকিটও পেয়েছেন কাজল শেখ। সব মিলিয়ে কাজল শেখই ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে নতুন অনুব্রত মণ্ডলের ভূমিকায়।
সম্প্রতি নানুরের বাসাপাড়ায় কর্মীসভা ছিল তৃণমূল কংগ্রেস। এই কর্মীসভায় উপস্থিত ছিলেন রাজ্যেরনমন্ত্রী শশী পাঁজা, বোলপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ অসিত মাল। তাঁদের উপস্থিতিতেই বিজেপির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে কাজল শেখ বলেন, ‘’রাতের অন্ধকারে আমার আদিবাসী সম্প্রদায়ের ভাই, যাদের মধ্যে শিক্ষার হার কম, তাদের অর্থের প্রলোভন দেখিয়ে, মদে আসক্ত করে, ভুল পথে যারা পরিচালনা করবে, তাদেরকে দেখে নেব। যারা ধর্ম নিয়ে রাজনীতি করবে, তাদের দেখে নেব। দেখে নেবই।’’
❤ Support Us