- এই মুহূর্তে দে । শ
- জুন ২১, ২০২৩
বিরোধী শূণ্য পঞ্চায়েত চেয়ে উদয়নের ফেসবুক পোস্ট।নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ বিরোধীদের

বিরোধী শূন্য পঞ্চায়েতের ডাক উদয়ন গুহর। বিরোধী শূন্য ব্লক চাই, ফেসবুকে লিখলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। দিনহাটা ২ নম্বর ব্লকে ১২টি পঞ্চায়েতকেই বিরোধী শূন্য করার ডাক। ১২টির মধ্যে ৪টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। বাকি ৮টি পঞ্চায়েতও বিরোধী শূন্য চান উদয়ন। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক। ‘নাতি পরীক্ষা দিলে আমি তো ভাল রেজাল্টই চাইব’ বিতর্কের মুখে সাফাই উদয়ন গুহর। এভাবে বিরোধী শূন্য করলে দিনহাটায় তৃণমূলই শূন্য হয়ে যাবে, কটাক্ষ বিজেপির।
উদয়ন গুহ তাঁর ফেসবুক এ লিখেছেন, “দীপক ভট্টাচার্য সহ ১২ অঞ্চল সভাপতি,অন্যান্য নেতাদের কাছে আমার দাবি বিরোধী শূন্য ব্লক চাই।”
এই ভাবে কি সোশ্যাল মিডিয়ায় লেখা যায়? এই প্রশ্নের উত্তরে প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতা ও বাম আমলের মন্ত্রী ও বর্তমান তৃণমূল মন্ত্রীসভার সদস্য উদয়ণ গুহ বলন, “আমি তো আমার দলের কর্মীদের উজ্জীবিত করতে উৎসাহিত করতে এসব লিখতেই পারি। এর মধ্যে অন্যায় কি আছে? সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে গরিব মানুষের জন্য কাজ করে চলেছেন তাতে মানুষ তৃণমূলকে ভোট দেবেই। নাতি পরীক্ষা দিলে আমি তো ভাল রেজাল্টই চাইব।
রাজ্যে নির্বাচন ঘোষণার পর থেকেই আদর্শ আচরণ বিধি রাজ্যে লাগু হয়ে গিয়েছে। তাই এই সময় এভাবে উদয়ন গুহ এমন ফেসবুক পোস্ট করা যায় কি? এই প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিরোধীরা বলছে, এভাবে উদয়ণ গুহ অশান্তির ইন্ধন দিচ্ছেন।
বিজেপির কোচবিহার জেলা নেতৃত্ব উদয়ন গুহর এই ফেসবুক পোস্ট প্রসঙ্গে বলেছে, কোচবিহারে তৃণমূল হারবে। উদয়ন গুহকে মানুষ চাইছে না। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তাই তিনি পরাজয়ের ভয়ে এসব পোস্ট করছেন সোশাল মিডিয়ায়।
❤ Support Us