- এই মুহূর্তে দে । শ
- জুন ২৪, ২০২৩
মুর্শিদাবাদের বেলডাঙায় পাট ক্ষেতে বোমা বাঁধতে গিয়ে মৃত ১, ঘটনায় অভিযোগ তৃণমূলের দিকে

শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল ১ ব্যক্তির। মৃত ব্যক্তির নাম আলিম শেখ। এই নিয়ে ঞ্চায়েত ভোট ঘোষণার পরবর্তী ১৬ দিনে মৃত্যু হল ১০ জনের।
বেলডাঙার এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত বলেও খবর পাওয়া যাচ্ছে। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের অঙুল তুলেছে কংগ্রেস। পঞ্চায়েত ভোটে অশান্তি ছড়ানর জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বোমা বানাচ্ছিল বলে অভিযোগ প্রাক্তন কংগ্রেস বিধায়কের। তবে দীর্ঘ ছ’ঘণ্টা এই সকেট বোমাগুলো পাট ক্ষেতে পড়ে থাকার পর সিআইডি-র বোমা নিস্ক্রিয়কারী দল এসে পাট ক্ষেতের মধ্যে থাকা বেমাগুলোকে নিস্ক্রিয় করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকে বেলডাঙার মহ্যমপুরে এখটি পাটক্ষেতের মধ্যে ৫-৬ জন ব্যক্তি বোমা তৈরি করছিল। আচমকাই ফেটে যায় একটি বোমা। যার জেরে তৈরি করা বাকি বোমাগুলিতেও বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণেই মৃত্যু হয় আলিম শেখ নামে এক ব্যক্তির। এছাড়াও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও একজনকে। তাকে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনে করা হচ্ছে বিস্ফোরণে আহত বেশ কয়েকজন পালিয়েছে।
বেলডাঙায় পাট ক্ষেতে বোমা বিস্ফোরণের ঘটনায় যথারীতি রাজনৈতিক কাজিয়া শুরু হয়েছে। এই ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন থানীয় প্রাক্তন কংগ্রেস বিধায়ক সফিউর জামান। তিনি বলেন, ”সকাল ৯টার সময় মহ্যমপুরে বোমার সরঞ্জাম নিয়ে বোমা তৈরি হচ্ছিল। সেই বোমা তৈরি করতে করতে আচমকাই বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমার যা ধর্ম সেটা পালন করেছে। সেই ধর্ম পালন করতে গিয়ে যারা বোমা বাঁধছিল তাঁদের মধ্যে একজনকে দেখছি বেলডাঙা হাসপাতালে পুলিশ উদ্ধার করে নিয়ে এসেছে। শুনছি কাপাসডাঙায় বাড়ি। এখানে এসেছিল বোমা বাঁধতে। নাম আলিম। এই ভোটের কাজে ব্যবহার করার জন্য তৃণমূলই বোমা বাঁধাচ্ছিল। পঞ্চায়েত ভোট, আর ১৪ দিন বাকি। তার জন্য বিরোধী পক্ষ কংগ্রেসের সঙ্গে লড়াই করবে বলে বোমা বাঁধছিল।”
প্রসঙ্গত মাস কয়েক আগেও বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটে মুর্শিদাবাদের নওদার মাঠপাড়া গ্রামে। বিস্ফোরণে প্রাণ হারান একজন। গুরুতর জখম হন আরও ২ জন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে মধুপুরের বাসিন্দা কাবিজুল শেখের বাড়ির পাশে বোমা বাঁধছিল কয়েকজন যুবক। সেই সময় আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে ছিটকে পড়ে ৩ জন। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন এক জনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম মেজবুল শেখ।
শনিবার পঞ্চায়েত নির্বাচনের ১৪ দিন আগে বেলডাঙার বোমা বিস্ফোরণে মৃত্যু ও প্রচুর সকেট বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আবারও নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
❤ Support Us