Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১, ২০২৩

পঞ্চায়েত নির্বাচনে প্রচারের শেষ পর্বে তালিকায় নাম বাদ সায়নীর

আরম্ভ ওয়েব ডেস্ক
পঞ্চায়েত নির্বাচনে প্রচারের শেষ পর্বে  তালিকায় নাম বাদ সায়নীর

ইডির জেরার পরই পঞ্চায়েত ভোটের প্রচারের তালিকা থেকে নাম বাদ গেল তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষের। শনিবার তৃণমূলের পঞ্চায়েত ভোটের নতুন প্রচারকদের তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত শেষ প্রচারের প্রচারকদের নাম রয়েছে, তাতে নাম নেই সায়নী ঘোষের। যদিও আগামী বুধবার আবার ব্যাঙ্কের নথি সহ আরও কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে সায়নী ঘোষকে ইডি হাজিরায় ডেকেছে। তাই প্রশ্ন উঠছে পঞ্চায়েত ভোটের প্রচারে যাতে দুর্নীতির ছোঁওয়া না লাগে তাই কী সায়নী ঘোষকে প্রচারে রাখা হল না?

তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, এবারের পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের দুর্নীতি একটা বড় ফ্যাক্টর হিসাবে বিরোধীদের প্রচারে আসছে। সদ্য সায়নী ঘোষকে ইডি নিয়োগ দুর্নীতিতে জেরার জন্য ডেকেছে। এখনও এই বিষয়টি মানুষের মুখে মুখে ঘুরছে। তাই বিরোধীরা সায়নী ঘোষকে প্রচারে দেখলে তৃণমূলের বিরুদ্ধে আরও তীব্রভাবে পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষ পর্বে শাসকদলের দুর্নীতিকে প্রকাশ্যে তুলে আনবে বলে তৃণমূল মনে করে। আর তাই তৃণমূল চাইছে না সায়নী ঘোষকে প্রচারে রেখে নিজেদের ত্রুটিগুলোকে আরও বেশি করে বিরোধীদের হাতে তুলে দিতে।

প্রসঙ্গত গত মঙ্গলবার যখন সায়নী ঘোষকে ইডি তলব করে নোটিশ পাঠায় তখন তিনি বর্ধমানে দলের হয়ে প্রচারে ছিলেন। গত বুধবারও সায়নী ঘোষের তৃণমূলের হয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে থাকার কথা ছিল। তবে তিনি গত মঙ্গলবার প্রচারের পর থেকেই উধাও হয়ে যান ৪৮ ঘণ্টার জন্য। গত মঙ্গলবার প্রচারের পর তাঁকে শুক্রবার ১১টা ২২ মিনিটে আবার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে আসতে দেখা যায়। তার পর ইডি দফতরে সাড়ে ১১ ঘণ্টা জেরার পর সায়নী ঘোষ শনিবার রাত ১০টা ৪৫ নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডি দফতর থেকে বেরিয়ে যান।

তার পরই দেখা যায় শনিবার তৃণমূলের তরফে শেষ পর্বের পঞ্চায়েত নির্বাচনে প্রচারের জন্য প্রচারকদের যে নামের তালিকা প্রকাশ করা হয়, তাতে সায়নী ঘোষের নাম নেই। দল কী এবার তাহলে সায়নী ঘোষের সঙ্গে দূরত্ব তৈরি শুরু করল!

এদিকে ইডি সূত্রে জানা যাচ্ছে, সায়নী ঘোষ ফ্ল্যাট কেনার টাকা কোথায় পেলেন? ইডির এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন,তিনি ব্যাঙ্ক ঋণ নিয়েছেন। এই ঋণের কাগজ শুক্রবার দেখাতে পারেননি সায়নী ঘোষ,  তাই তাঁকে ব্যাঙ্ক ঋণের কাগজ সহ আরও অন্যান্য নথি নিয়ে বুধবার ইডি ফের তলব করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!