Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১, ২০২৩

কেন্দ্রীয় বাহিনী নয়, বুথ পাহারায় রাজ্য পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
কেন্দ্রীয় বাহিনী নয়, বুথ পাহারায় রাজ্য পুলিশ

প্রতীকী চিত্র

ভোটের বাকি নেই ৭দিন। আগামী শনিবার, ৮ জুলাই, এই সময় গ্রাম বাংলা দখলের ভোট শুরু হয়ে গেছে। তবে এখনও নির্বাচনে অশান্তি এড়ানোর সদিচ্ছা সেই অর্থে রাজ্য নির্বাচন কমিশন দেখাচ্ছে বলে মনে হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী নিয়ে তালবাহানা করে সেই অশান্তি এড়াতে কেন্দ্রও কমিশনের ভূমিকার মতোই একই ভূমিকায় অনড় রয়েছে। কমিশন পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর দাবি জানালেও দাবি অনুযায়ী মেলেনি কেন্দ্রীয় বাহিনী। তাই প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাখা সম্ভব হচ্ছে না বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে।

এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সংবাদমাধ্যমে বলেন, ‘’কেন্দ্রীয় বাহিনী নিয়ে আলোচনা চলছে। বাকি কেন্দ্রীয় বাহিনী নিয়ে কী সিদ্ধান্ত হল সেটা আমরা জানতে চেয়েছি। ওনারা বলেছেন, এটা স্বরাষ্ট্রমন্ত্রক ঠিক করবে। আমরা বলেছি, আপনারা বিষয়টি জানালেই আমরাও জানিয়ে দেব।’’

এখনও পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রক যত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করেছে, তাতে প্রত্যেক বুথে কমপক্ষে একজন করেও জওয়ান মোতায়েন করা সম্ভব নয় বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। ৪৮৫ কোম্পানি বাহিনীর জন্য চিঠি লেখার পরও সেই বিষয়ে এখনও কোনও উত্তর দেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । রবিবার কিছু বাহিনী আসার কথা থাকলেও সেটা আসলে কত তা জানা যায়নি। তবে সেটাও দাবি মতো নয়।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে বুথের দায়িত্বে কারা থাকবে?‌ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে শুক্রবার বৈঠকে বসেছিল রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, সেখানেই  সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনী চাহিদা মতো না মিললে বুথ পাহারায় জওয়ান রাখা হবে না। পরিবর্তে কেন্দ্রীয় বাহিনীকে এলাকা টহলদারি, কুইক রেসপন্স টিম এবং আন্তঃরাজ্য সীমানা পাহারার কাজে ব্যবহার করা হবে। আর বুথ সামলাবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী।

রাজ্য নির্বাচন কমিশন মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল। সেখানে প্রথম দফায় ২২ এবং দ্বিতীয় দফায় ৩১৫ কোম্পানি মিলিয়ে মোট ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। এই পরিস্থিতি দেখে রাজ্য নির্বাচন কমিশন মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আর কেন্দ্রীয় বাহিনী পাঠাবে না। তাই কমিশন ঠিক করেছে, পুলিশে ভরসা রেখেই শান্তিপূর্ণ নির্বাচন করবে।‌ রাজ্যে এক দফায় ভোট হবে মোট ৬১ হাজার ৩৪০টি বুথে গড়ে একজন করেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা সম্ভব নয়। তাই বুথ সামলাবে রাজ্য পুলিশ। তবে বুথের বাইরে থাকবে কেন্দ্রীয় বাহিনী। বুথ সামলাবে রাজ্য পুলিশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!