Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ১২, ২০২৩

মনোনয়ন কেন্দ্রের ১ কিলো মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করল কমিশন। জমায়েত হঠাতে তৎপর পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
মনোনয়ন কেন্দ্রের ১ কিলো মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করল কমিশন। জমায়েত হঠাতে তৎপর পুলিশ

মনোনয়ন কেন্দ্র থেকে ১ কিলো মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করল রাজ্য নির্বাচন কমিশন। আজ থেকে এই বিধি কার্যকর করল রাজ্য নির্বাচন কমিশন। মূলত মনোনয়নকে ঘিরে অশান্তি,রক্তক্ষয় এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর ফলে মনোনয়ন জমা দিতে যিনি বিডিও অফিসে আসবেন তাঁর সঙ্গে একজন থাকতে পারবেন। এছাড়া বিডিও অফিসের ১ কিলো মিটারের মধ্যে যেহেতু ১৪৪ ধারা জারি করা হয়েছে তাই বিডিও অফিসের থেকে ১ কিলো মিটার এলাকায় আজ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন পর্যন্ত একসঙ্গে ৫জন একত্রিত হতে পারবে না। সোমবার সকাল থেকেই ১৪৪ ধারা জারির নির্দেশ পুলিশ মাইকিং করে জানাচ্ছে। পুলিশ রুট মার্চ করছে, তল্লাশি চলছে। জমাতেত হঠিয়ে দিচ্ছে পুলিশ। ডোমকলে বহু দুকান এই ১৪৪ ধারা এলাকায় বন্ধও করে দিয়েছে পুলিশ।

এদিকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এই ১৪৪ ধারা প্রসঙ্গে সোমবার সকালে ইকোপার্কে বলেন, তৃণমূল ১৪৪ ধারা মানবে না। তৃণমূল মনোনয়ন দিতে বিরোধীদের বাঁধা দিলে বিরোধীরা যাতে বাধাঁ দিতে না পারে তার জন্যই এই ১৪৪ ধারা জারি করা হল।
এদিকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন, দলের কোনও নেতা বা কর্মী, বা দলের যে কেউ মনোনয়ন জমা দেওয়া নিয়ে অশান্তি করলে প্রয়োজনে তাঁকে দল থেকে সরিয়ে দেওয়া হবে।

তবে বিজেপি, কংগ্রেসের তরফে দাবি, ১৪৪ ধারা জারি করা হচ্ছে “আই ওয়াশ”, আমরা চাই কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হোক। পুলিশ দিয়ে এই ভোট পরিচালনা করা কমিশনের পক্ষে সম্ভব নয়, সেটা বিরোধীরা আগেই বলেছিল।
বিরোধীদের এই দাবি যে অন্যায্য নয় তার প্রমাণ পাওয়া গেল খড়গ্রামে এক কংগ্রেস কর্মী খুন হওয়ার ঘটনায়। এছাড়াও মুর্শিদাবাদের ডোমকল, রানীনগর, আসানসোলের বারাবনি মনোনয়ন জমা দেওয়া নিয়ে চূড়ান্ত অশান্তি হয়েছে। ভাঙড় ২ নম্বর ব্লকে আইএসএফ কর্মীকে মনোনয়নপত্র দেওয়ার অপরাধে তৃণমূল কর্মীরা এখানকার বিডিও অফিসের এক কর্মীকে মেরে নাক ফাটিয়ে দেয় শনিবার। তার পরেই রাজ্য নির্বাচন কমিশন নড়েচড়ে বসল। মনোনয়ন কেন্দ্রের ১ কিলো মিটারের মধ্যে জারি হল ১৪৪ ধারা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!