- দে । শ
- জুন ১২, ২০২৩
উপযুক্ত কারণ ছাড়া মনোনয়ন প্রত্যাহার করা যাবে না, পাঞ্চায়েত নির্বাচন নিয়ে কমিশনের নির্দেশ

মনোনয়ন প্রত্যাহারে সঠিক কারণ প্রার্থী রিটার্নিং অফিসরকে দেখিয়ে সন্তুষ্ট করতে পারলে তবেই মনেনয়ন প্রত্যাহার করা যাবে। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
অনেক সময় অভিযোগ করা হয় জোর করে কোনও প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করার পিছনে ভয় দেখানো, বল প্রয়োগ করা ইত্যাদি অভিযোগ ওঠে। তাই সঠিক কারণ প্রার্থী দর্শাতে না পারলে মমোনয়ন প্রত্যাহার করা যাবে না।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া যাবে ১৫ জুন পর্যন্ত। ১৭ জুন স্ক্রুটিনি এবং ২০ জুন মনেনয়ন প্রত্যাহারের দিন।
২০১৮ -র পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিতে যেমন বাধা দেওয়া হয়েছিল তেমনই ভয় দেখিয়ে, হুমকি দিয়ে বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ। এই বার পঞ্চায়েত নির্বাচন ঘোষণার আগে থেকেই বিরোধীদের মধ্যে আশঙ্কা ছিল, তাদের মনোনয়ন জমা দিতে দেওয়া হবে তো? এই আশঙ্কা বাস্তবায়িত হয়েছে। রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন দেওয়ার দিন থেকে সোমবার পর্যন্ত রোজই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শাসক-বিরোধী সংঘাত শুরু হয়ে গেছে। মনেনয়ন জমা দেওয়ার তৃতীয় দিনে বজবজে ৩০ প্রার্থীর মনোনয়ন জমা দিয়ে তৃণমূল সবুজ আবির দিয়ে বিজয় উৎসব শুরু করে দেয়। এই তৃণমূল প্রার্থীদের দাবি, “এতো উন্নয়ন হয়েছে যে বিরোধীরা মনোনয়ন জমা দিতেই পারবে না। আমরা মা-মাটি-মানুষ জিতছি, জিতব। আমরা চাই শান্তিপূর্ণ ভোট হোক। এখানে কোনও বিরোধী নেই। মমোনয়ন জমা দিতে আসবেই না। এ সবই হচ্ছে উন্নয়নের ফল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আআশীর্বাদ।
মমোনয়নের দিন বদল হবে কিনা, ৮ জুলাই ভোট হবে কি না তা এখনও আদালতে বিচারাধীন। অথচ বজবজের বিডিও অফিসের বাইরে এতো ভিড় কেন? বজবজের বিধায়ক অশোক দেব বলেন, “১৪৪ ধারা বিডিও অফিসের মধ্যে বাইরে নয়”, অথচ নির্বাচন কমিশন বিডিও অফিসের ১ কিলো মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে। তাহলে এই ভাবে বিডিও অফিসের এক গজের মধ্যে দাঁড়িয়ে কি ভাবে তৃণমূল দাপিয়ে বেড়াতে পারে? বজবজের বিডিও জানান, তাঁর কাছে ১৯টি মনোনয়ন জমা পড়েছে। বিরোধীরা ফর্ম নিয়েছে বলেও বিডিও জানান।
তবে কি এবারও শাসকদল হুমকি দিয়ে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার করাতে চেষ্টা করবে? আর তাই কী কমিশন উপযুক্ত কারণ ছাড়া এবার মনেনয়ন প্রত্যাহার করা হবে না বলে সিদ্ধান্ত নিল?
❤ Support Us