- এই মুহূর্তে দে । শ
- জুন ১৭, ২০২৩
স্ক্রুটিনিতে ব্যস্ত থাকায় রাজভবনে যাওয়া অসম্ভব, রাজ্যপালের নির্দেশের প্রতিক্রিয়ায় জানালেন রাজীব

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের তলব পেয়েও রাজভবনে গেলেন না রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। শনিবার রাজভবন থেকে ফোন করে রাজ্য দুপুর ২ টোয় রাজভবনে ডাকা হয়েছিল রাজীব সিনহাকে। তবে রাজ্যপালকে ফোন করে রাজীব সিনহা জানান, স্ক্রুটিনি চলছে, সেই কাজে ব্যস্ত থাকার জন্য তিনি আজ রাজ্যপালের সঙ্গে দেখা করতে যেতে পারছেন না।
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে টানা ৬দিন ধরে ভাঙড়, ক্যানিং,চোপড়া সহ রাজ্যে সে সমস্ত জেলায় অশান্তি, সংঘর্ষ, প্রাণহানির ঘটনা ঘটেছে সেই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনারের কাছ থেকে অনুপুঙ্খ রিপোর্ট পাওয়ার জন্যই রাজ্যপাল সি ভি আনন্দ বোস শনিবার দুপুর ২টোয় তলব করেছিলেন। রাজ্যপাল গতকাল ভাঙড় ১ ও ২ ব্লকে অশান্ত এলাকায় গিয়েছিলেন। নিজের চোখে দেখে, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক রাজ্যপাল ভাঙড়ের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে আসেন। রাজ্যপাল ভাঙড়ে গিয়ে শুক্রবার কি দেখেছেন আর রাজ্য নির্বাচন কমিশনার কি বলছেন, তা মিলিয়ে দেখতেই রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনারকে শনিবার রাজভবনে ডেকেছিলেন বলে মনে করা হচ্ছে। তবে স্ক্রুটিনির কাজে ব্যস্ত থাকার জন্য রাজভবনে যেতে না পারার রাজ্য নির্বাচন কমিশনারের আবেদন রাজ্যপাল মঞ্জুর করেছেন।
❤ Support Us