Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১২, ২০২৩

মনোনয়ন মামলায় কল্যাণের মন্তব্য, প্রয়োজনে ইলেকশন পিটিশন দাখিল করুক বিরোধীরা

আরম্ভ ওয়েব ডেস্ক
মনোনয়ন মামলায় কল্যাণের মন্তব্য, প্রয়োজনে ইলেকশন পিটিশন দাখিল করুক বিরোধীরা

পঞ্চায়েত নির্বাচন এখন আদালতে। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় সহ একাধিক দাবি নিয়ে বিরোধীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার কলকাতা হাই কোর্টে এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতির এজলাসে। এই মামলার শুনানিতে বিরোধীদের যাবতীয় দাবি খারিজ করে দেয় রাজ্য সরকার। কংগ্রেসের পক্ষের আইনজীবী কৌস্তুভ বাগচি বলেন, “এই নিয়ে তো কমিশনের আইনজীবী বলবেন, রাজ্যের আইনজীবী বলছেন কেন?” তবে রাজ্যের তরফে আদালতে উপস্থিত  আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রধান বিচারপতির এজলাসে বলেন, “কলকাতা হাই কোর্টে প্রতিদিন প্রায় ২০০০ মামলার আবেদন দায়ের করা হয়। তাই বলে কি একদিনে সব মামলার শুনানি হয়?”

শুধু মনোনয়ন জমার সময় নয়, মনোনয়ন জমার প্রক্রিয়া নিয়েও আপত্তি তোলে বিরোধীরা।

তবে রাজ্য সরকারের আইনজীবীর দাবি, বিডিও অফিসে বহু টেবিলেই গ্রাম পঞ্চায়েতের মনোনয়ন পত্র জমা নেওয়া হচ্ছে। এছাড়া পঞ্চায়েত সমিতির মনোনয়ন জমা দেওয়ারও আলাদা ব্যবস্থা করা হয়েছে বলে জানায় রাজ্য সরকারের আইনজীবী।

এদিকে বিরোধীদের অভিযোগ, বিগত কয়েকদিনে ২০ হাজার মনোনয়ন পত্র তাদের জমা দিতে দেওয়া হয়নি। এই প্রেক্ষিতে আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পালটা বলেন, “বিরোধীদের দাবি, ২০ হাজার মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। তাহলে সুপ্রিম কোর্টের কথা মতো তারা ইলেকশন পিটিশন দাখিল করুক।”

এদিকে রাজ্যের এই যুক্তি সত্ত্বেও সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতি মনোনয়নের সময়সীমা বাড়ানোর পক্ষে সওয়াল করেন। শুধু তাই নয়, নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার পরামর্শও দেন তিনি। এদিকে কমিশন বলে, প্রয়োজনে ১৬ তারিখ পর্যন্ত মনোনয়ন পেশের সময়সীমা বাড়াতে পারে তারা। কমিশন আদালতে এও জানায়, মনোনয়ন জমার জন্য রোজ চার ঘণ্টা করে সময় থাকলেও তার পরও মনোনয়ন জমা নেওয়া হচ্ছে। দুপুর ৩টের মধ্যে যদি কোনও প্রার্থী মনোনয়ন জমা দিতে ঢুকে থাকেন, তাহলে দেরি হলেও তাঁর মনোনয়ন সেদিনই জমা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন শুক্রবারে ১৩৫৬টি মনোনয়ন জমা পড়েছিল। শনিবার দ্বিতীয় দিনে ৯,৭৭২টি মনোনয়ন জমা পড়েছিল। হিসেব মতো দু’দিনে মোট ১১,১২৮টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে জেলা পরিষদে মোট মনোনয়ন জমা পড়েছে ১৭৩টি। পঞ্চায়েত সমিতিতে মোট মনোনয়ন পড়েছে ১,৪২১টি এবং সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে গ্রাম পঞ্চায়েতে ৯,৫৩৪টি। এদিকে কমিশনের হিসেব অনুযায়ী, বিজেপিরই সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে প্রথম দু’দিনে। মোট ৪,৯০৩টি মনোনয়ন পত্র জমা দেন বিজেপির মনোনীত প্রার্থীরা। এদিকে বাম প্রার্থীরা মোট ৪,২৪৯টি মনোয়ন জমা দিয়েছে। এদিকে শাসকদল তৃণমূল কংগ্রেসের মোট ৬৩৩টি মনোনয়ন জমা পড়েছে। ১১ তারিখ, রবিবার ছুটির দিন ছিল। আজ ফের শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!