- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ১৬, ২০২৩
চোপড়ায় নিরঙ্কুশ তৃণমূল, পঞ্চায়েতের ২১৭ আসনেই “ঘাসফুল ফুটল”

এ যেন মেঘ না চাইতেই জল। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শেষ হতে না হতেই রাজ্যে একাধিক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়ী হওয়ার খবট পাওয়া যাচ্ছে। চোপড়ায় নিরঙ্কুশ “ঘাসফুল।” বিরোধীর চিহ্নমাত্র নেই।
চোপড়ার ৮ টি গ্রাম পঞ্চায়েতের মোট ২১৭ টি আসনের একটিতেও প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসকদল তৃণমূল। তবে মনোনয়ন প্রত্যাহার পর্ব যতক্ষণ না মিটছে, ততক্ষণ কোনও বিজয় উৎসবে করছে না স্থানীয় নেতৃত্ব, এমনটাই জানা গেছে। এদিকে চোপড়ার ঘটনায় হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন শুরুর দিন থেকেই বারবার বিরোধীরা দাবি করেছে তৃণমূল তাঁদের বাধা দিচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ভাঙড়, ক্যানিং-সহ রাজ্যের বিভিন্ন এলাকা। মনোনয়ন পর্ব শেষ হতেই দেখা যাচ্ছে, রাজ্যের একাধিক জায়গায় প্রার্থী দেয়নি বিরোধীরা। যদিও তাঁদের দাবি, তাদের দিতে দেওয়া হয়নি। যার জেরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে শাসকদল। উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২১৭। জানা গিয়েছে, একটি আসনেও প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। একই অবস্থা পঞ্চায়েত সমিতিতেও। জেলা পরিষদের আসন সংখ্যা ৩। এর মধ্যে জেলা পরিষদের ২ নম্বরে আসনে বিজেপির প্রার্থী শকুন্তলা সিংহ মনোনয়ন পেশ করেছেন। বাকি দুটি আসনে কোনও দলের প্রার্থী মনোনয়ন দেননি। ৩ নম্বর আসনে তৃণমূলের বিধায়ক হামিদুর রহমানের ছেলে শাহ আলম প্রার্থী হয়েছিলেন। তাই তিনি জিতে গিয়েছেন।
❤ Support Us