Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১২, ২০২৩

১৪৪ ধারা জারি করেও মনোনয়নের তৃতীয় দিনেও অশান্তি এড়ানো সম্ভব হল না, জেলায় জেলায় অশান্তি চলছেই

আরম্ভ ওয়েব ডেস্ক
১৪৪ ধারা জারি করেও মনোনয়নের তৃতীয় দিনেও অশান্তি এড়ানো সম্ভব হল না, জেলায় জেলায় অশান্তি চলছেই

মনোনয়নের তৃতীয় দিনে ১৪৪ ধারা জারি করেও মনোনয়নে অশান্তি এড়ানোর কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
নির্বাচন কমিশন মনোনয়ন কেন্দ্রের ১ কিলো মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে। তৃণমূলের বাহিনী এই ১৪৪ ধারা জারি এলাকার বাইরেই বিরোধীদের আটকে দিচ্ছে, মনোনয়ন জমা দিতে বিডিও অফিস পর্যন্ত যেতে দিচ্ছে না, এমনটাই অভিযোগ।
বাইক মিছিল নিষিদ্ধ করেছে। অথচ মনোনয়নের তৃতীয় দিনেও মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূলের বাইক বাহিনী লাঠি, পাইপ নিয়ে পুলিশের চোখের সামনে মিছিল করছে, বিরোধীদের মনোনয়ন দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ। পুলিশ বিডিও অফিসের সামনে যারা দলবদ্ধ ভানে ছিল তাদের লাঠি চার্জ করে সরিয়ে দেয়। রানিনগর ২ নম্বর ব্লকে তৃণমূল শুক্র ও শনিবার মনোনয়ন দিতে দেয়নি বিরোধীদের। সোমবার বিরোধীরা মনোনয়ন জমা দিতে আসার পথে, মনোনয়ন কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে  ১৪৪ ধারা জারি থাকলেও, এই ১৪৪ ধারা জারি এলাকার বাইরে বাম, কংগ্রেসকে লাঠিপেটা করে মনোনয়ন জমা দিতে তৃণমূল আটকে দেয় বলে অভিযোগ।

বাঁকুড়ার সোনামুখীতে স্থানীয় বিজেপি বিধায়কের নেতৃত্বে মনোনয়ন জমা দিতে এলে বিজেপি বিধায়কের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি বিধায়কের এই অভিযোগ তৃণমূল অস্বীকার করে বলেছে, বিজেপি বিধায়ক নাটক করছে।

কাকদ্বীপে কংগ্রেস ও সিপিএম, আইএসএফকে মনোনয়ন দিতে বাধা। এই  কংগ্রেস প্রার্থী শিবানী দাঁ মমোনয়ন জমা দিতে বিডিও অফিস যাওয়ার পথে তৃণমূল কর্মীরা তাঁর হাত থেকে নথি ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়েছে বলে শিবানী দাঁ অভিযোগ করেন।

পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিজেপিকে মনোনয়ন জমা দিতে গেলে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ১৪৪ ধারা ভেঙে বিজেপি বিডিও অফিসে মিছিল করলে পুলিশ তাদের হঠিয়ে দেয়।

নদিয়ার নকাশি পাড়ায় কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন জমা দিতে না দেওয়ার জন্য বাড়িতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। বাধা দিতে গেলে প্রার্থীর কাকার হাত তৃণমূলীরা ভেঙে দেয় বলে অভিযোগ।

এদিকে সোমবার ভাঙড় ২ নম্বর ব্লকে জমি,জীবীকা,বাস্তুতন্ত্র রক্ষা কমিটির সদস্যরা বিডিও অফিসে প্রার্থী দিতে এলে পুলিশ তাদের বিডিও অফিসে ঢুকতে বাধা দেয়, উল্টে তৃণমূলের দলবল গাড়ি নিয়ে নিডিও অফিসে ঢুকছে, এমনই অভিযোগ করল জমি,জীবীকা,বাস্তুতন্ত্র রক্ষা কমিটির কর্মীদের।

এদিকে মমোনয়ন কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে সোমবার গাড়ি নিয়ে তৃণমূল মেতা আারাবুল ইসলামকে দেখা গেল, অথচ ১৪৪ ধারা জারি এলাকার মধ্যে প্রার্থী ও সঙ্গে একজন ছাড়া কারও প্রবেশাধিকার নেই। তাও কমিশনের নির্দেশ ভেঙে ভাঙড়ে আরাবুল, তাঁকে প্রশ্ন করলে বলেন, “আমি মনোনয়ন জমা করাতে এসেছি।” আরাবুল এদিন বলেন অশান্তির দরকার নেই, সবাইকে বলেছি।

বর্ধমানে ১৪৪ ধারা এলাকার বাইরে শক্তিগড় মোড়ের কাছে সিপিএম কর্মীরা মনোনয়ন তুলতে আসার সময় তৃণমূল সিপিএমের গাড়ির উপর ইঁট বৃষ্টি করে। বর্ধমান ২ বিডিও অফিসে সিপিএম মনোনয়ন জমা দিতে এলে তৃণমূল তাদের আক্রমণ করে বলে অভিযোগ। ২ পুলিশ কর্মী, ১ সিপিএম কর্মী আহত হয়। বর্ধমান ২ ব্লকের বিডিও অফিস থেকে ২ থেকে আড়াই কিলোমিটার আগেই শক্তিগড় মোড়ে তৃণমূল সিপিএম কর্মীদের আটকে দেয়। পুলিশ ও আরএএফ -এর উপস্থিতিতেই তৃণমূল এই বাধাদানের কাজ করছে।
বিরোধীদের অভিযোগ, বিডিও অফিসের ১ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করে কি লাভ হল? তৃণমূল তো এই ১ কিলোমিটারের বাইরে বিরোধীদের আটকে দিচ্ছে। বর্ধমানে সিপিএম থেকে যারা মনোনয়ন দিতে আসছিলেন গাড়ি করে তাদের ওপর তৃণমূল কর্মীরা বাঁশ,লাঠি নিয়ে হামলা করে। ট্রাক্টর দিয়ে সিপিএমের গাড়ি আটকে দেয়। শক্তিগড়ে যেখানে এই ঘটনা ঘটছে সেখানে পুলিশের সামনেই ইঁট বৃষ্টি চলছে, শক্তিগড় থানার ওসি ইঁটের আঘাতে আহত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!