- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১৫, ২০২৪
১৫ অগাস্টের মধ্যে খরচ করতে হবে অর্থ কমিশনের বরাদ্দ, জেলা পরিষদগুলিকে নির্দেশ দিল রাজ্য পঞ্চায়েত দফতর

পঞ্চদশ অর্থ কমিশনের টাকা পেলেও তা খরচ করছেনা জেলা পরিষদগুলি, এমন অভিযোগ দীর্ঘদিন ধরে পঞ্চায়েত দফতরের কানে আসছিল। সোমবার সে ইস্যুতে একটি বৈঠক ডাকা হয়। সেখানে আগামী ১৫ অগাস্টের মধ্যে অব্যবহৃত টাকা খরচের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দফতর।
অর্থ কমিশনের সুপারিশ মোতাবেক , জেলা পরিষদগুলিতে প্রতি বছর কিছু নির্দিষ্ট পরিমাণের টাকা আসে, যার মাধ্যমে গ্রামে নলকূপ বসানো বা রাস্তা সারাইয়ের মতো কাজ হয়ে থাকে।
বৈঠকে পঞ্চায়েত দফতর জানিয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে অর্থ কমিশনের টাকা খরচের লক্ষ্যে গ্রামীণ প্রকল্পের টেন্ডার চূড়ান্ত করতে হবে। আগামী ১৫ আগস্টের মধ্যে কমপক্ষে ওই অব্যবহৃত টাকার ৭৫ শতাংশ খরচ করতেই হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থ কমিশন অনুযায়ী এ বছর জেলা পরিষদগুলিকে প্রায় ৩ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। তার মধ্যে থেকে কোনও জেলাপরিষদ ২০ শতাংশ খরচ করেছে , কেউ করেছে ১৫ শতাংশ, এমনকি কোনও কোনও জেলা পরিষদ মাত্র ৫ শতাংশ খরচ করেছে বলে অভিযোগ করা হয়েছে। বাকি টাকা খরচ না হয়ে পড়ে আছে। তবে এই অর্থ যতদিন না খরচ হবে ততদিন অর্থ কমিশন দ্বিতীয় কিস্তির ১৮০০ কোটি টাকাও বরাদ্দ করবে না । উল্টে কৈফিয়ত তলব করবে কেন্দ্র।
পঞ্চায়েত দফতর্ জানিয়েছে, টেন্ডার নিয়ে অনেকেরই ধারণা খুব অস্বচ্ছ। তাই এ বিষয়ে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবে তারা। এছাড়া ই- গ্রাম স্বরাজ পোর্টালের বিষয় সম্পর্কে মানুষকে অবগত করা দরকার। তাই প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে তারা।
দফতর অনাবশ্যক প্রকল্প নির্বাচন করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। বিডিও-র নেতৃত্বে টেকনিক্যাল বিষয়গুলি নিয়ে এসওপি তৈরি করতে হবে । পঞ্চদশ অর্থ কমিশনের অন্তর্গত গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহকে আরও গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে দফতরের সঙ্গে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছে পঞ্চায়েত দফতর।
❤ Support Us