- মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ৩০, ২০২৪
পা দিয়ে তির ছুড়েই প্যারালিম্পিকে বিশ্বরেকর্ড ভাঙলেন শীতল দেবী
দুই হাতই নেই। পা দিয়েই বাজিমাত। বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর বিশ্বরেকর্ড হল না শীতল দেবীর। প্যারিস প্যারালিম্পিকে তিরন্দাজিতে অল্পের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া হল এই ভারতীয় তিরন্দাজের।
মহিলাদের প্যারা তিরন্দাজির কম্পাউন্ড ইভেন্টের র্যাঙ্কিংয়ে অংশ নিয়েছিলেন শীতল দেবী। দুই হাতই নেই। পা দিয়ে তির ছোড়েন। আর পা দিয়ে তির ছুঁড়েই প্যারিস প্যারালিম্পিকে জীবনের সেরা পারফরমেন্স করলেন শীতল দেবী। র্যাঙ্কিং রাউন্ডে ৭০৩ পয়েন্ট সংগ্রহ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন। ভেঙে দিয়েছিলেন ফোয়েব পিটার্সনের বিশ্বরেকর্ড। তাঁর সংগ্রহে ছিল ৬৯৮ পয়েন্ট। আর আগের অলিম্পিক রেকর্ড ছিল জেসিকা স্ট্রেটনের ৬৯৪ পয়েন্ট।
বিশ্বরেকর্ড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেননি শীতল দেবী। তুরস্কের ওজনুর কুরে কিছুক্ষণের মধ্যেই ভেঙে দেন। র্যাঙ্কিং রাউন্ডের শেষ শটে শীতল দেবী স্কোর করেছিলেন ৯। অন্যদিকে তুরস্কের ওজনুর কুরে পারফেক্ট ১০ করে পৌঁছে যান ৭০৪ পয়েন্টে। ভেঙে দেন শীতল দেবীর বিশ্বরেকর্ড। শুরু থেকেই অবশ্য দাপট দেখিয়েছিলেন এই ভারতীয় তিরন্দাজ। ব্রাজিলের কার্লা গোগেল ও তুরস্কের ওজনুর কুরেকে পিছনে ফেলে দিয়েছিলেন। শেষ শট ৯ হওয়াতেই প্রথম স্থান দখলে রাখতে পারেননি। তিনি দ্বিতীয় স্থানে শেষ করে সরাসরি শেষ ১৬–য় খেলার যোগ্যতা অর্জন করেন।
জম্মু ও কাশ্মীরের ছোট গ্রামে জন্ম। ফোকোমেলিয়া রোগে দুই হাত হারিয়েছেন। মনের জোরকে সঙ্গী করে তিনি তিরন্দাজির দিকে ঝোঁকেন। ২০২১ সালে তিনি এক যুব ইভেন্টে ভারতীয় সেনাবাহিনীর কোচেদের চোখে পড়েন। শীতলকে কোচেরা শোনান ম্যাট স্টুটজম্যানের কাহিনী। যিনি দুই হাত না থাকা সত্ত্বেও ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সের তিরন্দাজিতে রুপো জিতেছিলেন। ম্যাট স্টুটজম্যানের গল্প শুনে উদ্বুদ্ধ হন শীতল। পায়ের পাতা ব্যবহার করে চলতে থাকে তিরন্দাজির প্রশিক্ষণ। বছরখানেকের প্রশিক্ষণ নিয়ে ২০২২ সালে এশিয়ান প্যারা গেমসে সোনা ও রুপো জেতেন। বিশ্ব তিরন্দাজি প্যারা চ্যাম্পিয়নশিপে গত বছর রুপো জিতে প্যারিসের ছাড়পত্র পান। প্যারিসে এবার সোনার স্বপ্ন শীতল দেবীর।
❤ Support Us