Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ৪, ২০২৪

মিড ডে মিল নিয়ে দুর্ণীতি অভিযোগ, ঘেরাও প্রধান শিক্ষক

আরম্ভ ওয়েব ডেস্ক
মিড ডে মিল নিয়ে দুর্ণীতি অভিযোগ, ঘেরাও প্রধান শিক্ষক

মিড ডে মিল সহ একাধিক দুর্নীতির অভিযোগে স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ছাত্র–‌ছাত্রী সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও গ্রামবাসী। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে স্বরূপনগরের গোবিন্দপুর পূর্ব পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এদিন প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে হাতে প্লাকার্ড নিয়ে স্কুল চত্বরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রী ও অভিভাবকরা। যদিও স্কুলের প্রধান শিক্ষকের দাবি, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দপুরে শিক্ষকের দুর্নীতির অভিযোগ তুলে স্কুলের পঠন পাঠন বন্ধ রেখে ছাত্র–‌ছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভ দেখান স্কুল চত্বরে। বিক্ষোভকারীদের দাবি, স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ পালিত মিড ডে মিলে দুর্নীতি করেছেন। রাজ্য সরকারের নির্ধারিত খাবার সিডিউল মেনে ছাত্রছাত্রীদের খাবার দেওয়া হয় না স্কুলে । স্কুলের উন্নয়নের টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ অভিভাবকদের । বিষয়টি নিয়ে অভিভাবকদের তরফ থেকে গত অক্টেবর মাসে স্কুল পরিদর্শককে লিখিত ভাবে জানানো হলে। কিন্তু এব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নিয়ে বিক্ষোভকারী রউফ সরদার বলেন, ‘‌প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ২৪৯ জন ছাত্রছাত্রী আজকে ক্লাস বয়কট করে বিক্ষোভে নেমেছে। সঙ্গে অভিভাবকরাও শামিল হয়েছেন। আমাদের দাবি দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষককে অবিলম্বে বহিষ্কার করতে হবে ।’‌ বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ পালিত বলেন, ‘‌সরকারি নির্দেশিকা মেনেই স্কুলের মিড ডে মিল দেওয়া হয়। কিন্তু কিছু অভিভাবকের দাবি অনেকখানি। সেটা পূরণ করতে গেলে নিয়ম বিরুদ্ধ কাজ হবে।’‌ প্রধান শিক্ষকের দাবি, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার বিরুদ্ধে এলাকার কিছু মানুষ চক্রান্ত করছেন। তিনি আরও বলেন, ‘‌আমার বিরুদ্ধে স্কুল পরিদর্শকের কাছে যে অভিযোগ করেছেন তার তদন্ত হোক। তদন্ত হলে সঠিক তথ্য উঠে আসবে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!