- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ৯, ২০২৪
প্যারিস অলিম্পিকের পদকে থাকবে আইফেল টাওয়ারের অংশ
এবছর প্যারিসে বসছে অলিম্পিক ও প্যারালিম্পিকের আসর। ফ্রান্সে অলিম্পিক আর সেই অলিম্পিকে বিখ্যাত আইফেল টাওয়ারের স্পর্শ থাকবে না, এটা কখনও হয় নাকি? পদকজয়ীরা যাতে আইফেল টাওয়ারের অংশ নিয়ে ফিরতে পারেন, তার ব্যবস্থা করছে অলিম্পিক আয়োজক কমিটি। এবারের অলিম্পিক পদকে থাকবে আইফেল টাওয়ারের অংশ।
৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক ও প্যারালিম্পিকের আয়োজকরা প্রতিযোগিতার পদকের নকশা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। পদকের সামনে অংশে ষড়ভুজাকৃতির একটা অংশ থাকছে। যা তৈরি করা হবে আইফেল টাওয়ারের পুরনো লোহালক্কড় ব্যবহার করে। আইফেল টাওয়ার সংস্কারের সময় লোহালক্কড়গুলি গোপনীয়ভাবে একটা গুদামে সংরক্ষণ করা রয়েছে। অলিম্পিকে সোনা, রুপো, ব্রোঞ্জ মিলিয়ে মোট ৫০৮৪টি পদক বিজয়ীদের দেওয়া হবে। তিন ধরণের পদকের নকশা একই রাখা হবে। বিশ্ববিখ্যাত ফরাসি জুয়েলারি সংস্থা ‘শোমে’ পদকের নকশা তৈরি করেছে। এক একটা পদকের ওজন হবে ৫০০ গ্রাম।
আইফেল টাওয়ারের লোহা দিয়ে বানানো ষড়ভুজ অংশে অলিম্পিক মশাল, অলিম্পিক রিং ও প্যারিস ২০২৪ লেখা রয়েছে। পদকের মূল অংশে বিচ্ছুরিত সূর্যের আলোর নকশা খোদাই করা। পদকের পেছনে অংশে অলিম্পিক ঐতিহ্য এথেন্সের প্যানাথিনাইকোস স্টেডিয়ামের ওপর দিয়ে উড়ন্ত গ্রিক দেবী নাইকির ছবি আছে। ২০০৪ অলিম্পিক থেকে পদকের পেছনের অংশের এই নকশা দেওয়া হয়ে থাকে।
মার্টিন ফোরকেডের সভাপতিত্বে প্যারিস ২০২৪ অ্যাথলিটস কমিশন অলিম্পিক গেমসের জন্য পদক নির্ধারণের জন্য একটি দলকে নেতৃত্ব দিয়েছিল। এই দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দলের সদস্যদের এই বিষয়ে সুস্পষ্ট পছন্দ ছিল, ফ্রান্স এবং প্যারিসের আইকনিক স্মৃতিস্তম্ভ আইফেল টাওয়ারকে গেমসের সবচেয়ে মর্যাদাপূর্ণ বস্তু, পদকের সাথে যুক্ত করা।’ প্যারালিম্পিকের পদকের থেকে আইফেল টাওয়ারের একটা ছবি দেখা যায় এবং ব্রেইলে প্যারিস ২০২৪–এর স্ট্যাম্প দেওয়া আছে। যে ফরাসি ব্যক্তি এটি আবিষ্কার করেছিলেন তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য।
❤ Support Us