- মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ২৫, ২০২৪
অলিম্পিক ফুটবলে বিতর্কিত ম্যাচে মরক্কোর কাছে হার আর্জেন্টিনার

অলিম্পিকে আর্জেন্টিনা–মরক্কো ম্যাচে চূড়ান্ত নাটক। রেফারি ১৫ মিনিট ইনজুরি সময় দিয়েছিলেন। শেষমুহূর্তে আর্জেন্টিনার হয়ে সমতা ফেরান নিকোলাস মেদিনা। প্রথমে রেফারি গোলের বাঁশি বাজান। এরপরই গ্যালারি থেকে মাঠে বোতল উড়ে আসতে থাকে। মরক্কো সমর্থকরা মাঠে নেমে পড়েন। আর্জেন্টিনার ফুটবলারদের দিকে তেড়ে যান। নিরাপত্তারক্ষীরা ছুটে এসে কোনও রকমে পরিস্থিতি সামাল দেয়। তখনও বোঝা যায়নি রেফারি ম্যাচ শেষ করে দিয়েছেন কিনা।
এরপর স্টেডিয়াম খালি করে দেয় নিরাপত্তারক্ষীরা। দর্শকরা স্টেডিয়াম ছেড়ে চলে গেলেও ফুটবলাররা মাঠে ছিলেন। দীর্ঘ বিতর্কের পর রেফারি ভিডিও রিপ্লে দেখে অফসাইডের জন্য মেদিনার গোলটি বাতিল করেন। প্রায় ২ ঘন্টা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়। ইনজুরি সময়ের আরও ৩ মিনিট খেলা হয়। যদিও আর্জেন্টিনা আর সমতাসূচক গোলটি করতে পারেনি। ২–১ ব্যবধানে জয়ী ঘোষণা করা হয় মরক্কোকে।
এদিন দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও মরক্কোর প্রাধান্য বেশি ছিল। ১৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। কাজে লাগাতে পারেননি হুলিয়ান আলভারেজ। ২৭ মিনিটে আর্জেন্টিনাকে আবার এগিয়ে দেওয়ার সুযোগ এসেছিল ওটামেন্ডির সামনে। তিনিও সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধের ইনজুরি সময়ে এল খানোসের নীচু সেন্টার থেকে মরক্কোকে এগিয়ে দেন সুফিয়ান রাহিমি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ২–০ করে মরক্কো। ৪৯ মিনিটে নিজেদের বক্সের মধ্যে আখোমাচকে ফাউল করেন আর্জেন্টিনার হুলিও সোলের। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান রাহিমি। ২ গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ৬৭ মিনিটে আর্জেন্টিনার হয়ে ব্যবধান কমান জুলিয়ানো সিমিওনে। ব্যবধান কমানোর পর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ইনজুরি সময়ের ১৬ মিনিটে মরক্কোর জালে বল ঢুকিয়েও শেষরক্ষা হল না।
অন্য ম্যাচে, স্পেন ২–১ ব্যবধানে হারিয়েছে উজবেকিস্তানকে। মার্ক পুবিলের গোলে এগিয়ে যায় স্পেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান এলডর শোমুরদভ। ৬২ মিনিটে স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন সার্জিও গোমেজ।
❤ Support Us