- প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ৭, ২০২৪
ভাঙল এশিয়ান রেকর্ড । প্যারিস প্যারালিম্পিকে হাই জাম্পে সোনা প্রবীণ কুমারের
প্যারিস প্যারালিম্পিকে ভারতের সোনা জয় অব্যাহত। এবার পুরুষদের হাই জাম্পে টি৬৪ ইভেন্টে সোনা জিতলেন প্রবীণ কুমার। ভেঙে দিয়েছেন নিজের ব্যক্তিগত রেকর্ড। পাশাপাশি গড়েছেন নতুন এশিয়ান রেকর্ডও। সোনা জয়ের পথে প্রবীন কুমার লাফিয়েছেন ২.০৮ মিটার।
প্যারালিম্পিকে এটা দ্বিতীয় পদক ২১ বছর বয়সী প্রবীন কুমারের। এর আগে মাত্র ১৮ বছর বয়সে টোকিও প্যারালিম্পিকেও সোনা জিতেছিলেন। যা প্যারিলিম্পিকের ইতিহাসে ভারতের কনিষ্ঠতম অ্যাথলিট হিসেবে পদক জয়ের রেকর্ড। টোকিও প্যারালিম্পিক্সে টি৬৪ ইভেন্টে ২.০৭ মিটার লাফিয়ে সোনা জিতেছিলেন। ৩ বছর আগে সেটা ছিল এশিয়ান রেকর্ড। সেই রেকর্ড এবার ভেঙে দিলেন। প্যারিসে প্রবীণ প্রতিনিধিত্ব করেছেন টি৪৪ বিভাগে। হাই জাম্পের এই বিভাগে টি৬২ ও টি৬৪ বিভাগের প্যারা অ্যাথলিটরাও অংশ নিতে পারেন।
প্রথম প্রয়াসে ১.৮৯ মিটার লাফান প্রবীন কুমার। এরপর ক্রমশ বাড়তে থাকে। পরের লাফগুলি যথাক্রমে ১.৯৩, ১.৯৭, ২.০০, ২.০৩, ২.০৬ মিটার। শেষ প্রয়াসে ২.০৮ মিটার লাফিয়ে সোনা জেতেন। এই ইভেন্টে আমেরিকার লসিডেন্ট ডেরেক রুপো জেতেন, ব্রোঞ্জ জিতেছেন উজবেকিস্তানের গিয়াজোভ তেমুরবেক ও পোল্যান্ডের লেপিয়াতো মাসিয়েজ।
প্রবীণের সোনা জয়ের সঙ্গে সঙ্গে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ২৬। টোকিও প্যারালিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদরা ৫টি সোনা সহ ১৯টি পদক জিতেছিলেন। পদক সংখ্যার নিরিখে আগেই সর্বকালীন রেকর্ড গড়েছেন এবারের ভারতীয় অ্যাথলিটরা। এবার সোনা জয়ের নিরিখেও রেকর্ড হল। টোকিতে ১৯ পদক জিতেছিল ভারত। সেই সংখ্যা আগেই টপকে গিয়েছেন এবার প্যারা অ্যাথলিটরা। পদক সংখ্যার বিচারে আপাতত ভারতের স্থান যুগ্মভাবে ১৩ নম্বরে।
❤ Support Us