- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২৫, ২০২৩
ইউক্রেনের স্বাধীনতা আইন স্বীকৃত নয়, চিনা রাষ্ট্রদূতের মন্তব্যে ক্ষুদ্ধ জেলেনেস্কি। মতামত ব্যক্তিগত বলে দায় এড়াল চিন
রাশিয়া বনাম ইউক্রেন যু্দ্ধের আবহে এক কূটনীতিকের বেফাঁস মন্তব্যে অস্বস্তি বাড়লো বেইজিং এর । ফ্রান্সে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত লু শায়ে প্যারিসে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, একসময়ে যে দেশগুলি সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ছিল আন্তর্জাতিক আইনানুসারে সেই দেশগুলি স্বীকৃত নয়।
চিনের রাষ্ট্রদূতের বক্তব্যকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। লিথুয়ানিয়া, লাটভিয়া, এসটোনিয়ার মতো দেশ ইতিমধ্যেই চিনা কূটনীতিকের এই মন্তব্যের ব্যাখ্যা দাবি করেছে। অন্যদিকে লু শায়ের ন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ইউক্রেন, মলডোভা, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপিয়ান ইউনিয়ন।
সূত্রের খবর, ওই সাক্ষাৎকারে লু শায়েকে প্রশ্ন করা হয়, ২০১৪ সালে রাশিয়া বেআইনিভাবে ক্রিমিয়াকে সেদেশের অন্তর্গত করেছে কি? ক্রিমিয়া ইউক্রেনের অন্তর্গত কিনা?
প্রশ্নের উত্তরে লু শায়ে বলেন, একসময়ে যে দেশগুলি সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ছিল, সেগুলি আইনত সার্বভৌম দেশ নয়। প্রসঙ্গত, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সোভিয়েতের অন্তর্গত দেশগুলি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায় এবং রাষ্ট্রসঙ্ঘের সদস্যপদ লাভ করে। চিনের রাষ্ট্রদূত লু শায়ের এই মন্তব্য কার্যত পূর্ব ইউরোপ ও বাল্টিক সাগর উপকূলবর্তী ১২টি দেশের সার্বভৌম অস্তিত্বকে নস্বাৎ করছে।
লু শায়ের মন্তব্যে বিতর্ক মাথাচাড়া দেওয়ায় বিষয়টি থেকে দৃষ্টি ঘোরেত প্যারিসের চিনা দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, লু শায়ে যে মন্তব্য করেছেন, তা নিতান্তই তাঁর ব্যক্তিগত অভিমত। এটা চিন সরকারের বক্তব্য নয়। একই প্রতিক্রিয়া জানিয়েছে চিনের বিদেশমন্ত্রকও।
রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে এপর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিনের কোন পদক্ষেপের সমালোচনা করেনি বেজিং। উল্টে বেজিং এই উত্তেজক পরিস্থিতির জন্যে দায়ী করেছে ন্যাটোকে। একইসঙ্গে চিন ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কও আরও মজবুত হয়েছে।
প্যারিসে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত লু শায়ের বক্তব্যের বিরোধিতা করেছে ইউক্রেনও। ইউক্রেনের তরফে সরকারিভাবে লু শায়ের ওই বিতর্কিত মন্তব্যের সমালোচনা করে বলা হয়েছে, ইউক্রেনে আক্রমণ চালানো রাশিয়ার পক্ষে চিন যেভাবে তোতাপাখির মতো প্রচার চালাচ্ছে তা সম্পূর্ণভাবে অনভিপ্রেত।
❤ Support Us