Advertisement
  • ভা | ই | রা | ল
  • মে ৩১, ২০২২

প্যারিসের মিউজিয়ামে আজব কাণ্ড।

আরম্ভ ওয়েব ডেস্ক
প্যারিসের মিউজিয়ামে আজব কাণ্ড।

ছবি : টুইটার ।

প্যারিসের লুভর মিউজিয়ামে হঠাৎ ঢুকে পড়ে এক ছদ্মবেশি যুবক । মাথায় পরচুলা। হুইল চেয়ারে উপবিস্ট। মোনালিসার ছবির সামনে এসে উত্তেজনায় চেঁচিয়ে উঠল। ছবির বুলেটপ্রুফ ফ্রেম ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে ক্রিম মাখানো কেক ছুঁড়ে মারে মোনালিসার মুখে। সঙ্গে সঙ্গে তাকে আটক করে বাইরে নিয়ে গেলেন নিরাপত্তারক্ষীরা। জেরা শুরু। তারও অপকাণ্ডের কারণ কী? মোনালিসার টান, না মস্তিষ্ক বিকৃতি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!