- প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ২৬, ২০২৪
ঐতিহাসিক স্যেন নদীবক্ষে আজ অলিম্পিকের উদ্ধোধন, বোটে করে মার্চপাস্টে অংশ নেবেন প্রতিযোগীরা

বিভিন্ন ইভেন্টে খেলা শুরু হয়ে গেলেও আজ প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান কোনও স্টেডিয়ামে হচ্ছে না। প্যারিসের ঐতিহ্যবাহী স্যেন নদীবক্ষে হবে অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন। প্যারিস অলিম্পিকের থিম হল,‘গেমস ওয়াইড ওপেন’। এটাকে সামনে রেখেই স্টেডিয়াম থেকে উদ্বোধনী অনুষ্ঠান সরিয়ে নিয়েছে আয়োজকরা।
ঐতিহাসিক আইফেল টাওয়ারের পূর্ব কোণে শুরু হওয়া অস্টারলিটজ সেতু থেকে বার্জে ও নৌকা করে স্যেন নদীতে ৬ কিলোমিটার পাড়ি দেবেন অ্যাথলিটরা। নদীর দু’পাশে দর্শকদের জন্য বিশেষ স্ট্যান্ড তৈরি করা হয়েছে। বিশেষভাবে তৈরি এই স্ট্যান্ডে বসে প্রায় ৫ লাখের কাছাকাছি দর্শক অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। তবে এর জন্য মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হবে দর্শকদের। প্রায় ৩ হাজার ইউরোর কাছাকাছি দামে বিক্রি হয়েছে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট। তবে বিনামূল্যেও যে দর্শকরা উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারবেন না, এমন নয়। স্ট্যান্ড ছাড়া নদীর তীর ও পার্শ্ববর্তী বাড়িগুলি থেকেও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শকরা।
শুধু জায়গা নির্বাচন নয়, উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে চমক। গোটা উদ্বোধনী অনুষ্ঠানকে ১২টি ভাগে ভাগ করা হয়েছে। মোট তিন হাজার নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও বিনোদনকর্মী অংশ নেবেন। শিল্পীরা নদীর দুই পাড়ে, সেতুর ওপরে ও কাছাকাছি স্মৃতিস্তম্ভগুলোতে থাকবেন। প্যারিসের স্থানীয় সময় সন্ধে ৭.৩০ মিনিটে (ভারতীয় সময় রাত ১১টা) শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। ৪ ঘন্টার এই উদ্বোধনী অনুষ্ঠান দিনের আলোতে শুরু হলেও গোধুলিলগ্নে শেষ হবে। প্যারিসের অপরূপ গোধুলিলগ্নের মুহূর্তও দর্শকরা যাজে উপভোগ করতে পারেন, তাই আয়োজকরা অলিম্পিকের উদ্বোধনের জন্য এই সময়টাকে বেছে নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের সমগ্র পরিকল্পনা করেছেন বিখ্যাত থিয়েটার পরিচালক টমাস জলি।
উদ্বোধনী অনুষ্ঠানে সর্বপ্রথম পরিচয় করিয়ে দেওয়া হবে অলিম্পিকের আঁতুরঘর গ্রিসকে। এটাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ঐতিহ্য। এরপর একে একে অন্যান্য দেশের সঙ্গে পরিচয় পর্ব সারা হবে। মার্চপাস্টে এক একটা দেশ আসবে বোটে করে। ১০০–র বেশি বোট থাকবে। সবশেষে আসবে আয়োজক ফ্রান্স। ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য রাশিয়া ও বেলারুশকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। এই দুই দেশের ক্রীড়াবিদরা নিরপেক্ষ দেশের হয়ে অলিম্পিকে অংশ নিচ্ছেন।
নানা দেশ থেকে ১০০–র কাছাকাছি রাষ্ট্রপ্রধান এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। কড়া নিরাপত্তার মোড়কে ঢেকে ফেলা হয়েছে গোটা প্যারিসকে। সিন নদীবক্ষে এবারের অলিম্পিকের উদ্বোধন এবার সত্যিই অন্যমাত্রা পেতে চলেছে।
❤ Support Us