- মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ৩, ২০২৪
প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস গড়ে অলিম্পিক ব্যাডমিন্টনের সেমিফাইনালে লক্ষ্য সেন

প্যারিস অলিম্পিকে ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি–চিরাগ শেট্টি জুটিকে ঘিরে পদকের স্বপ্ন দেখেছিল দেশবাসী। সিন্ধু, সাত্ত্বিক–চিরাগ জুটি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ। মহিলাদের সিঙ্গলসের প্রি–কোয়ার্টার খেকে বিদায় নিয়েছিলেন সিন্ধু, পুরুষদের সিঙ্গলসে অবশ্য স্বপ্ন দেখাচ্ছেন লক্ষ্য সেন। ইতিহাস গড়ে প্যারিস অলিম্পিকে সেমিফাইনালে পৌঁছে গেলেন। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে পুরুষদের ব্যাডমিন্টনের সেমিফাইনালে লক্ষ্য।
কোয়ার্টার ফাইনালে লক্ষ্য সেনের প্রতিপক্ষ ছিলেন দ্বাদশ বাছাই চাইনিজ তাইপের চৌ তিয়েন চেন। দুজনের মুখোমুখি সাক্ষাৎকারে ৪ বারের মধ্যে তিয়েন চেন জিতেছিলেন ৩ বার। অন্যদিকে, গতবছর অল ইংল্যান্ড ওপেনে একমাত্র জয় পেয়েছিলেন লক্ষ্য সেন। সেই আত্মবিশ্বাসকে সম্বল করেই এদিন কোর্টে নেমেছিলেন লক্ষ্য। যদিও প্রথম গেমে দুরন্ত লড়াই করেও ২১–১৯ ব্যবধানে হেরে যান লক্ষ্য।
দ্বিতীয় গেমেও একসময় একসময় হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। একসময় ১০–৯ পয়েন্টে পিছিয়ে ছিলেন লক্ষ্য সেন। সেখান থেকে ১০–১০ করেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি লক্ষ্যকে। ক্রমশ পয়েন্ট তুলতে থাকেন। তিয়েন চেনও পিছিয়ে ছিলেন না। লক্ষ্যর সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করছিলেন। ১৪–১৩ পয়েন্টে এগিয়ে থাকার পর ব্যবধান বাড়াতে থাকেন লক্ষ্য। একসময় ১৮–১৩ পয়েন্টে এগিয়ে যান। সেখান থেকে ২১–১৫ পয়েন্টে দ্বিতীয় গেম জিতে নেন।
তৃতীয় গেমে শুরুতেই ২–০ ব্যবধানে পিছিয়ে পড়েন লক্ষ্য সেন। সমতা ফিরিয়ে ৪–৩ ব্যবধানে এগিয়ে যান। এরপর আর তিয়েন চেনকে এগিয়ে যাওয়ার সুযোগ দেননি লক্ষ্য। রীতিমতো দাপট দেখিয়ে তৃতীয় গেম জিতে সেমিফাইনালে পৌঁছে যান। প্রথম ভারতীয় ব্যাডমিন্টন তারকা হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাত গড়েন লক্ষ্য সেন। রবিবার লক্ষ্য সেমিফাইনালে খেলবেন ভিক্টর অ্যাক্সেলসেন এবং কিন ইয়েউ লো–র জয়ীর বিরুদ্ধে।
❤ Support Us