Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ৫, ২০২৪

আশা জাগিয়েও ব্যর্থ লক্ষ্য, প্যারিস থেকে ব্যাডমিন্টনে খালি হাতে ফিরতে হচ্ছে ভারতকে

আরম্ভ ওয়েব ডেস্ক
আশা জাগিয়েও ব্যর্থ লক্ষ্য, প্যারিস থেকে ব্যাডমিন্টনে খালি হাতে ফিরতে হচ্ছে ভারতকে

২০১২ সাল থেকে অলিম্পিকে ব্যাডমিন্টনে টানা পদক জিতে আসছেন ভারতীয় শাটলাররা। লন্ডনে সাইনা নেহাল, রিও এবং টোকিওতে পিভি সিন্ধু। এবার প্যারিস অলিম্পিকেও ব্যাডমিন্টনে পদকের স্বপ্ন দেখেছিল দেশবাসী। স্বপ্ন দেখেছিল পিভি সিন্ধু, লক্ষ্য সেন, সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি–চিরাগ শেট্টি জুটিকে ঘিরে। আগেই বিদায় নিয়েছিলেন সিন্ধু, সাত্ত্বিক, চিরাগরা। শেষ আশা ছিলেন লক্ষ্য সেন। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে তিনিও ব্যর্থ। আশা জাগিয়েও হেরে গেলেন মালয়েশিয়ার লি জি জিয়ার কাছে।
জি জিয়াওয়ের বিরুদ্ধে দারুণ শুরু করেছিলেন লক্ষ্য সেন। প্রথম গেমের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন। একসময় ১১–৫ ব্যবধানে এগিয়ে যান। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেননি মালয়েশিয়ার শাটলার। শেষ পর্যন্ত দাপট বজায় রেখে ২১–১২ ব্যবধানে প্রথম গেম জিতে নেন।
দ্বিতীয় গেমেও একইভাবে দাপট রেখে শুরু করেছিলেন লক্ষ্য সেন। একের পর এক পয়েন্ট তুলে নিয়ে লিড বাড়াতে থাকেন। একসময় ৮–৩ ব্যবধানে এগিয়ে যান লক্ষ্য। মনে হচ্ছিল লক্ষ্যর ব্রোঞ্জ জয় শুধু সময়ের অপেক্ষা। এরপরই দুর্দান্ত প্রত্যাবর্তন জি জিয়ার। স্ট্র‌্যাটেজি বদলে লক্ষ্যকে নেটের কাছাকাছি খেলতে বাধ্য করেন। একের পর এক ভুল করতে থাকেন লক্ষ্য। সেই সুযোগে পরপর ৯টা পয়েন্ট তুলে নিয়ে ১২–৮ পয়েন্টে এগিয়ে যান জি জিয়াও। এই অবস্থায় আবার ম্যাচে ফেরেন লক্ষ্য। ১২–১২ করে ফেলেন। এরপর লড়াই দারুণ জমে ওঠে। তবে শেষপর্যন্ত আর স্নায়ুচাপ ধরে রাখতে পারেননি লক্ষ্য। ২১–১৬ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে সমতা ফেরান জি জিয়াও।
তৃতীয় গেমে অবশ্য লক্ষ্যকে আর কোনও সুযোগ দেননি মালয়েশিয়ার এই শাটলার। প্রথম থেকেই একের পর এক পয়েন্ট তুলে নিয়ে লিড নিতে থাকেন। রিটার্ন শটে বারবার ভুল করেন লক্ষ্য। সেই সুযোগে ১৫–৭ ব্যবধানে এগিয়ে যান জি জিয়াও। সেখান থেকে আর ম্যাচে ফেরা সম্ভব ছিল না লক্ষ্য সেনের। শেষ পর্যন্ত তৃতীয় গেম ২১–১১ ব্যবধানে জিতে ব্রোঞ্জ দখল করেন জি জিয়াও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!