- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২৯, ২০২৪
প্যারিস অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে সনাতনী পোশাকে ফিরছে ভারত

গত অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের সংস্কৃতি থেকে দূরে সরে গিয়েছিল ভারত। ভারতীয় অ্যাথলিটদের ঐতিহ্যবাহী পোশাকে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায়নি। আসন্ন প্যারিস অলিম্পিকে আবার সেই নিজেদের সংস্কৃতিতে ফিরছে ভারত। উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাকেই দেখা যাবে ভারতীয় অ্যাটলিটদের। মহিলা ক্রীড়াবিদরা পড়বেন শাড়ি আর পুরুষ ক্রীড়াবিদদের পরনে থাকবে কুর্তা-পাজামা।
একসময় অলিম্পিকের উদ্বোধন ও সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় ক্রীড়াবিদরা সনাতনী পোশাক পরেই হাজির হতেন। মহিলা ক্রীড়াবিদদের পরনে থাকত শাড়ি ও নীল ব্লেজার। আর পুরুষ ক্রীড়াবিদরা মাথায় পাগড়িসহ ট্রাউজার্স ও ব্লেজার পরতেন। ২০১৬ অলিম্পিকে শেষবার ভারতীয় ক্রীড়াবিদদের সনাতনী পোশাকেই দেখা গিয়েছিল। টোকিও অলিম্পিকে অবশ্য মহিলা ক্রীড়াবিদরা সনাতনী পোশাক পরে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হননি। তাঁরা পরেছিলেন সালোয়ার স্যুট ও জ্যাকেট আর পুরুষ ক্রীড়াবিদরা পরেছিলেন দেশীয় জ্যাকেট।
২৬ জুলাই প্যারিসে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় মহিলা ক্রীড়াবিদরা যে শাড়ি পরে অংশ নেবেন, সেই শাড়ি পাটা সুতো দিয়ে বোনা ছাপানো ইকাত প্রিন্ট। শাড়ির রং ঠিক হয়েছে জাফরান। শাড়িতে ভারতীয় অলিম্পিক সংস্থার ব্যাজ থাকবে। আর পুরুষ ক্রীড়াবিদরা কুর্তা-পাজামায় উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হবেন। কুর্তার ওপরে থাকবে ম্যাচিং জ্যাকেট। মঙ্গলবার ভারতীয় অলিম্পিক সংস্থার পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানের ক্রীড়াবিদদের পোশাকের নকশা প্রকাশ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের জাতীয় পতাকা বহন করবেন বর্ষীয়ান টেবিল টেনিস তারকা অশান্ত শরৎ কমল।
❤ Support Us