Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২৮, ২০২৪

অলিম্পিকের ছাড়পত্র পেলেন দৌড়বীদ কিরণ, পদক লক্ষ্যে ৭ জুলাই থেকে প্যারিসে প্রস্তুতি শুরু চানুর। ঘোষিত ভারতীয় হকি দল

আরম্ভ ওয়েব ডেস্ক
অলিম্পিকের ছাড়পত্র পেলেন দৌড়বীদ কিরণ, পদক লক্ষ্যে ৭ জুলাই থেকে প্যারিসে প্রস্তুতি শুরু চানুর। ঘোষিত ভারতীয় হকি দল

বৃহস্পতিবার, পঞ্চকুলাতে আন্তঃরাষ্ট্রীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম হয়ে প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করলেন ২৩ বছর বয়সী হরিয়ানার অ্যাথলিট কিরণ পাহাল ।

মহিলাদের ৪০০ মিটারে জন্য অলিম্পিকের যোগ্যতা মান ছিল ৫০.‌৯৫ সেকেন্ড । কিরণ পাহাল অন্য অলিম্পিকের যোগ্যতা মান থেকে তিনি ০.‌০৩ সেকেন্ড কম সময় নিয়েছেন । ৫০.‌৯২ সেকেন্ড কিরণ পাহালের ব্যক্তিগত সেরা এবং ৪০০ মিটারে ভারতীয় মহিলার দ্বিতীয় সেরা টাইমিং ।কিরণ পাহাল ৪০০ মিটারে দারুণ অগ্রগতি করেছেন। ২০১৯ সালে রাঁচিতে অনুষ্ঠিত ন্যাশনাল ওপেনে ৫২.‌৭৩ সময় নিয়েছিলেন। তার আগে ২০১৮ সালে তাঁর সেরা সময় ছিল ৫৫.‌১৮ সেকেন্ড। ২০২২ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৪০০ মিটারে সোনা জিতেছিলেন কিরণ ।

৪০০ মিটারে জাতীয় রেকর্ড রয়েছে হিমা দাসের । তাঁর সেরা সময় ৫০.‌৭৯ সেকেন্ড । শুধুমাত্র কিরণ এবং হিমা দেশের মধ্যে ৫১ সেকেন্ডেরও কম সময়ে ৪০০ মিটার দৌড়েছেন ।

পদক লক্ষ্যে প্রস্তুতিতে মীরাবাই

একমাত্র ভারতীয় ভারোত্তোলক হিসেবে ২০২৪ প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছেন মীরাবাই চানু । টোকিও অলিম্পিকে অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছিল । রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল মীরাবাই চানুকে । গত বছর হ্যাংঝৌ এশিয়ান গেমসে খুব খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল । প্রতিযোগিতা চলাকালীন পশ্চাদদেশে চোট পেয়েছিলেন । অলিম্পিকে সেই পরিস্থিতিতে যাতে পড়তে না হয়, সেই ব্যাপারে সতর্কতা অবলম্বন করছেন মীরাবাই চানু ।

এশিয়ান গেমসে চোট পাওয়ার পর ৫ মাস পুনর্বাসনে ছিলেন । এপ্রিলে ফুকেটে আইডব্লিউএফ বিশ্বকাপে সফলভাবে ১৮৪ কেজি উত্তোলন করেছিলেন। টোকিও অলিম্পিকের তুলনায় ১৮ কেজি কম । প্যারিসে পদকের সম্ভাবনা উজ্জ্বল করতে ২০০ কেজির বেশি তুলতে হবে । এই ব্যাপারে মীরাবাই বলেন, ‘‌আমি যে ওজন তুলতে সক্ষম, এখন তার ৮০ থেকে ৮৫ শতাংশ উত্তোলন করছি । অলিম্পিকের এক মাস বাকি আছে । ধীরে ধীরে ওজন বাড়াব ।’‌

অলিম্পিকের প্রস্তুতির জন্য ৭ জুলাই প্যারিসের উদ্দেশ্যে রওনা হবেন মীরাবাই । তিনি বলেন, ‘‌গত তিন বছরে চেটের কারণে অনেক বাধার সম্মুখীন হয়েছি । প্রতিযোগীরা বদলে গেছে । আবার পদক পেতে পারি কিনা, সেটা নিয়ে ভাবছি । যদি নিজের সেরাটা দিতে পারি, তাহলে দেশের জন্য পদক নিয়ে আসতে সক্ষম হব । অলিম্পিকের আগে প্যারিসে প্রশিক্ষণের সুযোগ পেয়ে সৌভাগ্যবান । আমি সাই এবং ভারতীয় ভারোত্তোলন ফেডারেশনকে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানাই ।’‌

ঘোষিত ভারতীয় দল, নেতৃত্বে হরমনপ্রীত

প্যারিস অলিম্পিকের জন্য ১৬ সদস্যের ভারতীয় দল ঘোষণা করল হকি ইন্ডিয়া । দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত সিং । সহ–অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ মিডফিল্ডার হার্দিক সিংয়ের হাতে ।
এবছর তৃতীয় অলিম্পিক খেলতে চলেছেন হরমনপ্রীত সিং । ২০২১ টোকিও অলিম্পিকে দেশকে ব্রোঞ্জ এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি । অলিম্পিকে দীর্ঘদিনের খরা কাটিয়ে পদক জিতেছিল ভারত । অভিজ্ঞ গোলকিপার পিআর শ্রীজেশ এবং মিডফিল্ডার মনপ্রীত সিংও দলে রয়েছেন । দুজনই এবার চতুর্থ অলিম্পিকে মাঠে নামবেন ।
রক্ষণে হরমনপ্রীত সিং, জারমানপ্রীত সিং, অমিত রোহিদাস ছাড়াও রয়েছেন সুমিত এবং সঞ্জয় । মাঝমাঠে সুযোগ পেয়েছেন রাজকুমার পাল, শামসের সিং, মনপ্রীত সিং, হার্দিক সিং এবং বিবেক সাগর প্রসাদ । ফরোয়ার্ড লাইনে অভিষেক, সুখজিৎ সিং, ললিত কুমার উপাধ্যায়, মনদীপ সিং এবং গুরজন্ত সিং । বিকল্প হিসেবে রাখা হয়েছে কৃষাণ বাহাদুর পাঠক, নীলাকান্ত শর্মা ও জুগরাজ সিং। জারমানপ্রীত সিং, সঞ্জয়, রাজ কুমার পাল, অভিষেক এবং সুখজিৎ সিং এই প্রথম অলিম্পিকে খেলবেন ।
২৭ জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত । পরের ম্যাচ ২৯ জুলাই আর্জেন্টিনার বিরুদ্ধে । পরের দিন খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে । ১ ও ২ আগস্ট যথাক্রমে বেলজিয়াম ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!