- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৬, ২০২৪
সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশের নির্ঘণ্ট প্রকাশ, দেশাইকে অতিক্রম করে রেকর্ড নির্মলার

লোকসভা নির্বাচনের পর নবগঠিত সরকারের নতুন বাজেট অধিবেশনের দিন ঘোষণা হয়েছে। আগামী ২২ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে।
২৩জুলাই ২০২৪-২০২৫ অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সাধারণ নির্বাচনের ফলাফলের ১৮ তম লোকসভার প্রথম অধিবেশনে নতুন সদস্যরা শপথ নেওয়ার পরে এটি সংসদের প্রথম পূর্ণ অধিবেশন হবে।
তবে বাজেট পেশের পরিসংখ্যানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর পূর্বসূরি মোরারজি দেশাইকে অতিক্রম করবেন, যা এ দেশে প্রথম ।অর্থমন্ত্রী রূপে দেশাই এর আগে টানা ছ বার সংসদে বাজেট পেশ করেছিলেন।
শনিবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজুজু এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, ‘ভারত সরকারের সুপারিশে ,ভারতের মাননীয় রাষ্ট্রপতি ২২ জুলাই, ২০২৪ থেকে ১২আগস্ট, ২০২৪ পর্যন্ত সংসদের উভয় কক্ষের ‘বাজেট অধিবেশন, ২০২৪’ পেশ করার প্রস্তাব অনুমোদন করেছেন । কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫ ২৩ জুলাই, ২০২৪-এ লোকসভায় পেশ করা হবে।’
প্রধানমন্ত্রী বলেছিলেন, তাঁর সরকার তৃতীয় বারের মতো ক্ষমতায় ফিরে এলে সরকারের তরফে অনেক সাহসী পদক্ষেপ গ্রহণ করা হবে। সেক্ষেত্রে, সরকার গঠনের পর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রথম বাজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই বাজেটে শাসক থেকে বিরোধী দল সবার নজর থাকবে।
এবারে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় , জোট সঙ্গীদের সঙ্গে নিয়ে সরকার গড়তে হয়েছে । ফলে রাজনীতিবিদেরা মনে করছেন, বাজেটে শরিকদের প্রভাব থাকতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের যৌথ অধিবেশনের ভাষণে জানিয়েছেন, এই সরকারের আমলে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ নেওয়া হবে। ফলে স্বাভাবিকভাবেই এই পূর্ণাঙ্গ অধিবেশনকে ঘিরে প্রত্যাশা বাড়ছে। আশা করা হচ্ছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক আর ঐতিহাসিক সিদ্ধান্তের সাক্ষী থাকবে এই অধিবেশন।
❤ Support Us