- দে । শ
- ডিসেম্বর ২১, ২০২৩
ব্রিটিশ আমলের আইনে বদল, সংবাদপত্র রেজিস্ট্রেশনের নয়া বিল পাস লোকসভায়
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন যে প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিওডিকালস বিল ২০২৩, সাময়িকীর নিবন্ধনকে প্রাচীন আইনের আটটি পদক্ষেপের প্রক্রিয়ার পরিবর্তে এক-ধাপ প্রক্রিয়ায় পরিণত করবে। বিলটি বৃহস্পতিবার লোকসভায় ধ্বনিভোটে পাস করা হয়। বিলটি প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস (পিআরবি) আইন, ১৮৬৭ এর আইনকে প্রতিস্থাপন করেছে।
অনুরাগ ঠাকুর বলেন, “এই বিলটি সহজ, স্মার্ট এবং সংবাদপত্র ও সাময়িকী নিবন্ধনের জন্য এক ধাপের প্রক্রিয়া রয়েছে। আগে সংবাদপত্র বা ম্যাগাজিনগুলিকে আট ধাপের নিবন্ধন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হত। এবার থেকে একটি বোতামে ক্লিক করলে নিবন্ধনের কাজ করা যাবে।” গত ৩ অগাস্ট রাজ্যসভা এই বিলটি পাশ হয়েছিল।
❤ Support Us