- এই মুহূর্তে দে । শ
- জুন ৭, ২০২৪
নয়া সংসদ ভবনে প্রবেশের চেষ্টা, গ্রেফতার ৩।গণতন্ত্রের পীঠস্থানের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আগামী ৯ জুন তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী রূপে শপথ নিতে চলেছেন বারানসির সাংসদ নরেন্দ্র মোদি, তার আগে হুলস্থূল কান্ড ঘটল নব নির্মিত সংসদ ভবনে । নতুন সংসদ ভবনের প্রবেশ দ্বার থেকে ভুয়ো আধার কার্ডসহ পাকড়াও করা হল তিন সন্দেহভাজনকে। সিআইএসএফের জওয়ানেরা সেই তিনজনকে দিল্লি পুলিশের হাতে তুলে দিয়েছে। জানা গেছে তাদের তিনজনেরই বাস উত্তর প্রদেশে।
দিল্লি পুলিশ সুত্রে জানা গেছে, ওই তিনজনের নাম হল কাশিম, মণীশ ও শোয়েব । পেশায় তিনজনেই শ্রমিক। জানা গেছে তারা নতুন সংসদ ভবনের লাউঞ্জ নির্মাণের কাজে যুক্ত ছিল। শুক্রবার সকালে সংসদ ভবনে প্রবেশ করার জন্য তারা ফ্ল্যাপ গেটের সামনে লাইনে দাঁড়িয়েছিল। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সিআইএসএফের জওয়ানেরা ওই তিনজনের তল্লাশি চালায়। তখন তাদের কাছে ভুয়ো আধার কার্ড উদ্ধার হয়।পাশাপাশি জাল পাসপোর্টও উদ্ধার করা হয়েছে। তখনই তাদের আটক করে দিল্লি পুলিশের জিম্মায় তুলে দেয় তারা।তাঁদের বিরুদ্ধে ৪৬৫, ৪১৯, ৪৭১, ১২০বি সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ওই তিন ব্যক্তি কোনও জঙ্গি গোষ্ঠী কিংবা অনুপ্রবেশকারী কিনা, এদের সঙ্গে কোনো নাশকতা যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। তাদের কাছে জাল পাসপোর্টও পাওয়া গেছে।
এ ঘটনায় অনেকেরই সংসদের ওয়েলে নেমে ফ্লেয়ার জ্বালিয়ে প্রতিবাদের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। আজ শুক্রবার, পুরনো পার্লামেন্টের কস্টিটিউশন হলে এনডিএ-র বৈঠক রয়েছে। নরেন্দ্র মোদি থেকে শুরু করে জোটের নেতারা এই তাতে যোগ দিয়েছেন। মোদির প্রধানমন্ত্রী পদে শপথেরও প্রস্তুতি নেওয়া হবে । এ পরিস্থিতিতে এমন ঘটনায় দেশের ভারতের ‘গণতন্ত্রের পীঠস্থান’ বলে খ্যাত সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে । দেশের সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তিরাই যদি নিরাপদ না হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।
❤ Support Us