Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ২৫, ২০২৪

আদানি, মণিপুর ইস্যুতে সংসদে সরব বিরোধীরা। শীতকালীন অধিবেশনের শুরুতেই মুলতুবি উভয়কক্ষ

আরম্ভ ওয়েব ডেস্ক
আদানি, মণিপুর ইস্যুতে সংসদে সরব বিরোধীরা। শীতকালীন অধিবেশনের শুরুতেই মুলতুবি উভয়কক্ষ

মারাঠাভূমিতে বিপুল জয়ের উদ্দীপনা নিয়ে শীতকালীন সংসদ অধিবেশনের শুরুতে, সংসদ ভবনের বাইরে বক্তৃতা দিলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন । চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত । তার আগে, রবিবার সর্বদল বৈঠক থেকেই স্পষ্ট আদানি, মণিপুর সহ একাধিক ইস্যুতে সংসদে উঠতে পারে বিরোধী ঝড়। ইতি মধ্যেই আদানি গোষ্ঠীর বিষয়ে আলোচনা ছাড়াও মণিপুরের অশান্তির প্রসঙ্গ নিয়েও আলোচনা চেয়েছেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খড়্গেরা ।

সংসদের বাইরে বিরোধীদের নিশানা করে বলেন, ‘২০২৪ সালে এটাই সংসদের শেষ অধিবেশন । সংসদে সাংসদদের বলার অধিকার কেড়ে নিচ্ছেন কয়েক জন । ফলে নতুনরা বক্তব্য পেশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন । তারা সঙ্গীদের বক্তব্যও উপেক্ষা করেন । এরপর প্রধানমন্ত্রী আরও বলেন, সংসদে জনগণের স্বার্থে কিছু বলেন না বিরোধীরা । মানুষ তাদের বার বার প্রত্যাখ্যান করছেন । গণতন্ত্রের শর্তই হল আমরা মানুষের সিদ্ধান্তকে সম্মান জানাব এবং তাদের প্রত্যাশা পূরণের জন্য দিন-রাত কঠোর পরিশ্রম করব । ‘

সংসদের শীতকালীন অধিবেশনে সরকার ‘এক জাতি এক নির্বাচন’ নিয়ে বিল আনতে চলেছে এমনটাও রয়েছে জল্পনা । কংগ্রেসের তরফে বলা হয়েছে উত্তর ভারতে ক্রমাগত বাড়ছে দূষণ পরিস্থিতি উঠবে এই বিষয়টিও । আলোচনা হবে ওয়াকফ সংশোধনী বিল নিয়েও । এই বিলের বিষয়টি মুলতুবি রাখা ছিল । এবারের অধিবেশনের প্রথম সপ্তাহের শেষদিনে এই বিলটি বিবেচনা এবং পাসের জন্য উঠতে পারে । বিল নিয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে যৌথ সংসদীয় কমিটির । ওয়াকফ বিল ছাড়াও মোট ১৫ টি বিল নিয়ে সংসদে আলোচনা হতে চলেছে শীতকালীন অধিবেশনে । নতুন বিলের মধ্যে রয়েছে সমবায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সংক্রান্ত বিলও । সংশোধনী বিলের মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা, রেলওয়ে এবং ব্যাঙ্কিং পরিষেবা বিল ।
যদিও আজ সংসদের উভয় কক্ষে শীতকালীন অধিবেশনের সূচনার পরই বিরোধীদের ঝড়ে দিনের মতো মুলতবি হয়ে যায় । মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা কারচুপির অভিযোগ সহ বেশ কয়েকটি ইস্যুতে লোকসভার স্পিকার ওম প্রকাশ বিড়লার কাছে ১৩টি মূলতুবি প্রস্তাব জমা পড়ে । অন্যদিকে রাজ্যসভায় অধিবেশনের শুরুতেই মণিপুরের সংঘর্ষ এবং নারী নির্যাতন বন্ধ করতে সরকারের পদক্ষেপ চেয়ে সরব হয়ে ওঠেন বিরোধীরা । দুই কক্ষেই অধিবেশন শুরুর কিছুক্ষণ পর সভা মুলতুবির ঘোষণা করেন স্পিকাররা । আগামীকাল সংবিধান দিবস পালনের জন্য বন্ধ থাকবে সংসদের উভয়ক্ষ । বুধবার থেকে শুরু হবে অধিবেশন

অন্যদিকে পশ্চিমবঙ্গেও আজ থেকেই শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন । প্রথমদিন প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হয় । এবারের অধিবেশনে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত বিলের বিরোধিতায় বিধানসভায় একটি বিল আনা হচ্ছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!