Advertisement
  • দে । শ
  • আগস্ট ২৬, ২০২৪

কচুয়ায় লোকনাথ উৎসবের প্রস্তুতি দেখলেন পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী।

আরম্ভ ওয়েব ডেস্ক
কচুয়ায় লোকনাথ উৎসবের প্রস্তুতি দেখলেন পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী।

কচুয়ায় লোকনাথ উৎসব শুরু। কচুয়ায় লোকনাথ উৎসবে ব্যাপক নিরাপত্তা । মন্দির ঘুরে দেখলেন সাংসদ পার্থ ভৌমিক , জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী, বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার, পুরসভার চেয়ার পার্সন অদিতি মিত্র প্রমুখ। জন্মাষ্টমীর দিনে লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব তিথিতে এবারও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ২০১৯ সালের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য নিরাপত্তার ওপর জোর দিয়েছে জেলা প্রশাসন ও মন্দির কমিটি। সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, ‘‌মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বসিরহাটের কচুয়া ও দেগঙ্গার চাকলার উৎসব নিয়ে নজর রাখার নির্দেশ দিয়েছেন। এই ২ জায়গায় লোকনাথ ব্রহ্মচারীর জন্মোৎসব ঘিরে লক্ষ লক্ষ পূণ্যার্থীর সমাগম হয়। যাতে ভক্তদের কোন অসুবিধায় পড়তে না হয় আমরা পরিদর্শন করেছি।’‌ তিনি বলেন, ‘‌প্রশাসন সবরকম ব্যবস্থা নিয়েছে। মন্দির কমিটির স্বেচ্ছাসেবকরা দিনরাত পরিশ্রম করছে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।’‌ তিনি বলেন, ‘‌লোকনাথ ব্রহ্মচারী জন্মদিন ঘিরে সম্প্রীতির আবহে যে উৎসব মানুষ পালন করছেন তা অক্ষুন্ন থাকবে।’‌ প্রতিবছর উত্তর ২৪ পরগনার বসিরহাটের কচুয়ায় লোকনাথ মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। পূণ্যার্থীরা দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন । আজ থেকেই মানু্য ভিড় করছেন কচুয়ায়। কলকাতার বাগবাজার, শোভাবাজার, বাবু ঘাট, ব্যারাকপুরের মনিরামপুরের গঙ্গার বিভিন্ন ঘাট এবং বসিরহাট, হাসনাবাদের ইছামতীর জল বাঁকে করে নিয়ে হাজার হাজার পূণ্যার্থীরা লোকনাথ মন্দিরে আসেন। উল্লেখ্য, ২০১৯ সালে কচুয়া লোকনাথ মন্দিরে প্রবেশ পথে প্রাকৃতিক দুর্যোগ ও ভিড়ের চাপে একটি পাঁচিল ভেঙে দুর্ঘটনা ঘটে। সেবার পাদপৃষ্ট হয়ে ৫ জন পূণ্যার্থীর মৃত্যু হয়। জখম হয়েছিলেন অনেকে। এই মর্মান্তিক ঘটনা ওই এলাকার পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্যোগে রাজ্য সরকার লোকনাথ মন্দিরের পরিকাঠামো ব্যাপক উন্নয়ন করেছে।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!