- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ২৭, ২০২৪
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয় পাকিস্তানের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিতে হল পাকিস্তানকে। প্রথম ইনিংসে গুটিয়ে গেল মাত্র ২১১ রানে। শান মাসুদের দল শেষ ৬ উইকেট হারাল ৭৪ রানে। ধ্বংসস্তুপের মাঝে একমাত্র লড়াই করেন কামরান গুলাম। পাকিস্তানকে ভাঙলেন ডেন প্যাটারসন।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কের ঘাসের উইকেটে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা। ওপেনিং জুটিতে ৩৬ রান ওঠার পর ধস নামে পাকিস্তানের ইনিংসে। ৫৬ রান তোলার ফাঁকেই সাজঘরে ফিরে যান ৪ ব্যাটার। শান মাসুদ (১৭) আউট হতেই পরপর ফেরেন সাইম আয়ূব (১৭), বাবর আজম (৪) ও সৌদ শাকিল (১৪)। ইংল্যান্ড সিরিজের শেষ দুই টেস্টে বাদ পড়া বাবর আজম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ফিরেই ব্যর্থ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচের প্রথম বলেই শান মাসুদকে তুলে নেন কোরবিন বশ।
৫৬ রানে চতুর্থ উইকেটের পতনের পর পকিস্তানকে টেনে নিয়ে যান কামরান গুলাম ও মহম্মদ রিজওয়ান। দুজনে ৮১ রানের জুটি গড়ে তোলেন। কামরান (৫৪) আউট হতেই আবার ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে। পরপর ফিরে যান রিজওয়ান (২৭), আমের জামাল (২৮), সলমান আগা (১৮), নাসিম শাহ (০)। খুররম শেহজাদ (১১) ও মহম্মদ আব্বাসের (অপরাজিত ১০) জুটি পাকিস্তানকে ২০০ রানের গণ্ডি পার করে দেয়। পাকিস্তানকে ভাঙেন ডেন প্যাটারসন। ৬১ রানে নেন ৫ উইকেট। ৬৩ রানে ৪ উইকেট নেন কোরবিন বশ।
ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকারো শুরুটা ভাল হয়নি। তৃতীয় ওভারেই টনি ডি জর্জিকে (২) তুলে নেন খুররম শাহজাদ। এরপর রায়ান রিকেলটনকেও (৮) ফেরান। ২৪ রানে ২ উইকেট হারানোর পর দক্ষিণ আফ্রিকাকে টানছিলেন এইডেন মার্করাম ও ট্রিস্টান স্টাবস। স্টাবসকে (৯) তুলে নিয়ে জুটি ভাঙেন মহম্মদ আব্বাস। দিনের শেষে ৩ উইকেটে ৮২ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে রয়েন মার্করাম (৪৭) ও তেম্বা বাভুমা (৪)।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান প্রথম ইনিংস: ২১১ (কামরান ৫৪, রিজওয়ান ২২; প্যাটারসন ৫/৬১, বশ ৪/৬৩)। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৮২/৩ (মার্করাম অপরাজিত ৪৭, বাভুমা অপরাজিত ৪, খুররম শাহজাদ ২/২৮, মহম্মদ আব্বাস ১/৩৬)।
❤ Support Us