Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • ডিসেম্বর ১৫, ২০২৩

নাটকের সহজপাঠ, বছর শুরুতেই পাটুলি স্ট্রিট লাইব্রেরির নতুন কর্মশালা

আরম্ভ ওয়েব ডেস্ক
নাটকের সহজপাঠ, বছর শুরুতেই পাটুলি স্ট্রিট লাইব্রেরির নতুন কর্মশালা

বই বন্ধুর হাত ধরেই নিঃসঙ্গতার মুক্তি, এই চিন্তাকে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল পাটুলি স্ট্রিট লাইব্রেরির ভাবনা । বদ্ধসময়ে এখন অতিক্রান্ত, কিন্তু বইয়ের সঙ্গে সখ্যতা বাড়ানোর কাজে এখনো নিবিষ্ট এই সংস্থা । রাজ্যের ১৪টি প্রান্তিক এলাকায়, রঙিন বর্ণমালা আর নতুন নতুন চিন্তার খোড়াক দুই মলাটে নিয়ে হাজির হয়ে যায় এই চলমান লাইব্রেরি ।

হাতে মোবাইলের বদলে একসময় শিশু কিশোরদের হাতে তারা তুলে দিয়েছিলেন বই, শুরু করেছিলেন রঙ রেখায় শিশুদের মনের স্ফূরণ, এবার তাদেরই হাত ধরে শুরু হচ্ছে আরো এক অভিনব কর্মশালা । কৈশোরের কল্পনাপ্রবণ মন আর মননকে উসকে দিয়ে আগামী বছরের ১৪ জানুয়ারিতেই তারা শুরু করছেন নাটকের সার্টিফিকেট কোর্স । ৪ থেকে ১২ বছরের শিশু কিশোরদের জন্য এই কর্মশালার নাম নাটকের সহজপাঠ । ১২ উর্ধ্বদের জন্য রয়েছে কর্মশালা নাটকের নানা রঙ । অংশগ্রহণে ইচ্ছুক, যে কেউ সরাসরি যোগাযোগ করতে পারেন ৯৮৩০৫২১০০৬ / ৭০০১৯৬৯৬১৭ নম্বরে ।

এরমধ্যেই পাটুলি স্ট্রিট লাইব্রেরি, পিএসএল মাইলস্টোন এবং সেন্টার ফর পারফর্মিং আর্টসের সঙ্গে বেঁধেছেন গাটছড়া । প্রতিসপ্তাহেই চলে তাদের বর্ণিল কর্মসূচী, কখনো গল্প পাঠ, সিনেমা দেখা, আবৃত্তি কিংবা নাচ গানের আসর । সংস্থার খুদে সদস্যদের অভিনয় ইতিমধ্যেই সমাদৃত । তাদের নাটক ‘তেপান্তরের সন্ধানে’, অনীক পত্রিকা আয়োজিত সারা বাংলা আন্তঃবিদ্যালয় নাটক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রযোজনা, নাট্যকার ও অভিনয়ের সম্মান অর্জন করেছে । সমাজের প্রতিটা স্তরে শিশু কিশোরদের মনের স্ফূরণ ঘটাতে এই সংস্থা গড়ে তুলেছে একাধিক নাট্য দল, সেখানে যেমন আছে পথ শিশুরা তেমনি মহিলা নাট্য দল ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!