- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ৩০, ২০২৩
ভারতকে ‘দুশমন মুল্ক’ বলে অভিহিত করে নিজের দেশেই সমালোচিত জাকা আশরাফ

বিশ্বকাপ খেলতে বুধবার ভারতে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাবর আজমদের রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। অসংখ্য ভারতীয় ক্রিকেটপ্রেমী পাকিস্তান দলকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন। আর এইরকম আবহে ভারতকে ‘দুশমন মুল্ক’ বলে বিতর্কে জড়িয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ। আর ভারতকে শত্রু দেশ বলে অবিহিত করে নিজের দেশেই প্রবল সমালোচনার মুখে পড়েছেন।
বিশ্বকাপ খেলতে ভারতে আসার আগে পাকিস্তান দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে অসন্তোষ চলছিল। শেষ মুহূর্তে চুক্তির বিষয়টি চূড়ান্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের সঙ্গে তিন বছরের ঐতিহাসিক চুক্তি হয়েছে। বেতনও অনেকটাই বাড়ানো হয়েছে। সেটাকে বড় করে দেখাতে গিয়েই বিতর্কিত মন্তব্য করেছেন আশরফ। তিনি বলেন, ‘নতুন চুক্তির মধ্যেই প্রতিফলিত হয়েছে ক্রিকেটারদের প্রতি আমাদের ভালোবাসা। আমি যা করেছি তার আগে ক্রিকেটারদের জন্য এত বড় মাপের বাজেট কেউ করতে পারেনি। এমন কেন্দ্রীয় চুক্তি করার উদ্দেশ্য, আমাদের ক্রিকেটাররার যখন দুশমন মুল্কে খেলতে যাচ্ছে, তার আগে তাদের মনোবল তুঙ্গে রাখা।’
ক্রিকেটারদের আর্থিক চুক্তি বাড়ানো প্রসঙ্গে কেন ভারতকে শত্রু দেশ হিসেবে চিহ্নিত করা হবে এই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। জাকা আশরাফের বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। পাকিস্তান থেকে যারা ভারতে এসেছেন তাঁরা ‘এক্স’ হ্যান্ডলে আশরাফের বক্তব্যের পাল্টা সমালোচনায় সরব হয়েছেন। একজন লিখেছেন, ‘পাকিস্তানের নাগরিক হয়ে এই বক্তব্যের নিন্দা করছি। যেভাবে ভারতে ক্রিকেটপ্রেমীরা আমাদের দলকে অভ্যর্থনা জানিয়েছেন তা প্রশংসনীয়।’ আর একজন লিখেছেন, ‘জাকা আশরাফের এই ধরণের মন্তব্য অবিবেচকের মতো।’
সমালোচনার ঝড় ওঠায় পরে ড্যামেজ কন্ট্রোলের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাল্টা বিবৃতি প্রকাশ করা হয়। সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘কোনও শত্রুতা নয়, জাকা আশরাফ ভারত ও পাকিস্তানের চিরকালীন প্রতিদ্বন্দ্বিতার কথাই বলতে চেয়েছেন।’ ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘হায়দরাবাদ বিমানবন্দরে আমাদের ক্রিকেটারা যেরকম অভ্যর্থনা পেয়েছে, তা ভালবাসার নিদর্শন।’
❤ Support Us