- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২, ২০২৪
অনুমতি ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাহোরকে ভারতের ভেন্যু ঠিক করল পাকিস্তান

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কাঁটাতারের ওপারে ভারত খেলতে যাবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ভারতীয় বোর্ডের এক সূত্র জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে যাবে না ভারত। অথচ পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ভেন্যু ঠিক করে ফেলেছে। ভারতের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরে। এই ব্যাপারে আইসিসি–র কাছে প্রস্তাবও পাঠাতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
চলতি বছরের জুলাইতে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে আইসিসি–র বৈঠক। ওই বৈঠকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিকে বেছে নিয়েছে। এর মধ্যে ভারতের সব ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে লাহোরকে। এই ব্যাপারে শ্রীলঙ্কার আইসিসি–র বৈঠকে প্রস্তাব দেওয়া হবে। যদিও ভারত এখনও পর্যন্ত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় রয়েছে।
আইসিসি–র বৈঠকে চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু বদলের জন্য চাপ দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। অথবা এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে খেলার প্রস্তাব দেবে। পাকিস্তান অবশ্য এক বছর আগে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আইসিসি–র প্রতিনিধি দলও পাকিস্তানে গিয়ে স্টেডিয়ামগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছে। পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি, ‘আইসিসি–র প্রতিনিধি দল নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এসেছিল। এখানে ব্যবস্থা দেখেছে এবং আমরা স্টেডিয়াম উন্নয়ন পরিকল্পনা শেয়ার করব। আমরা আইসিসি–র সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। আশা করছি খুব ভাল টুর্নামেন্ট আয়োজন করতে পারব।’ ১৯৯৬ সালের বিশ্বকাপের পর এই প্রথম আইসিসি–র কোনও প্রতিযোগিতা আয়োজন করবে পাকিস্তান।
❤ Support Us