- এই মুহূর্তে
- জানুয়ারি ১৪, ২০২২
তাজাখস্তানে গণবিক্ষোভ স্তিমিত । সরছে মিলিত শান্তিরক্ষাবাহিনী ।
কাজাখস্তানে রাজনৈতিক স্থিতি ফিরছে । গণবিক্ষোভ আপাতত স্তিমিত। আরমেনিয়া, তাজিকিস্তান ও কিরগিস্তানের মিলিত শান্তিরক্ষী বাহিনী শুক্রবার রুশ সামরিক যানে নিজ নিজ দেশে ফিরে গেল। প্রেসিডেন্ট কাসিম জোমবর্ত তাকায়েভের অনুরোধ গণবিক্ষোভ রুখতে সংশিষ্ট দেশগুলির শান্তিরক্ষীরা কাজাখস্তানে এসেছিল। রাশিয়াও সেনা পাঠিয়েছিল। রুশ সেনার উপস্থিতি নিয়ে দেশ-বিদেশে সমালোচনা শুরু হলে তড়িঘড়ি বিদেশি সেনা সরানোর সিদ্ধান্ত ঘোষণা করেন প্রেসিডেন্ট তোকায়েভ। এবার আক্ষরিক অর্থে সম্মেলিত শান্তিরক্ষীবাহিনী আপাতত কাজাখস্তান ছাড়তে আরম্ভ করল।
❤ Support Us