Advertisement
  • দে । শ
  • মে ৬, ২০২৪

ভোট দিতে নৌকা যাত্রা কালনা কাটোয়ার বহু বুথে

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোট দিতে নৌকা যাত্রা কালনা কাটোয়ার বহু বুথে

ভোট নিতে নৌকাযাত্রা বিনে গতি নেই। কালনা, কাটোয়া, কেতুগ্রাম বিধানসভা এলাকায় এমন অনেক জায়গা রয়েছে, যেখানে ভৌগোলিক ক্ষেত্র এক, অথচ প্রশাসনিক এলাকা আলাদা। কালনা ও কাটোয়া ২ মহকুমার এমনই গোটা ২০ বুথে নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে বাড়তি তৎপরতা জেলা প্রশাসনের। কালনা মহকুমার এইরকম ১৪টি বুথ এলাকার সঙ্গে নদীয়া জেলার সড়কপথে যোগাযোগ থাকলেও, নিজস্ব জেলা পূর্ব বর্ধমানের সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন।   কালনা ১নং ব্লক ও পূর্বস্থলী ২নং ব্লকের এমনই দুর্গম  ১৪ টি বুথে পৌঁছতে ভরসা জলপথ। সেইসব ‘ছিটমহল’ বুথে ভোটকর্মীদের পৌঁছানোর জন্য নৌকা ভাড়া করেছে মহকুমা প্রশাসন। জানালেন কালনার মহকুমাশাসক শুভম আগরওয়াল। কালনার ধাত্রীগ্রাম পঞ্চায়েতের কালীনগর আর কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের নতুনচর ও কলডাঙা, এই ৩ গ্রামে যেতে গেলে ভাগীরথী পেরতেই হবে। নদীপথেই যাতায়াত করেন গ্রামের মানুষজন। আর সড়কপথে যেতে গেলে নদীয়া জেলার নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে যেতে হয়। যা অনেকটাই ঘুরপথ। সময়ও লেগে যায় অনেকটাই। নিজ জেলার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম জলপথ। ওই এলাকাগুলিতে মোট বুথ রয়েছে ৫ টি। বিডিও সুপ্রতীক সাহা জানান, ‘ভাগীরথী পেরিয়ে ওই বুথগুলিতে ভোটকর্মীদের নিয়ে যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা হয়েছে। ভেসেলে করে গাড়ি পারাপার করে মালপত্র-সহ ভোটকর্মীদের নির্দিষ্ট বুথে পৌঁছে দেওয়া হবে।’ এদিকে পূর্বস্থলী ২নং ব্লকের ঝাউডাঙা পঞ্চায়েত এলাকাতেও ভোটকর্মীদের দুর্গম পথ পেরিয়েই পৌঁছাতে হয় বুথে। এই পঞ্চায়েতের ঝাউডাঙা, গঙ্গাপুর, কাশীপুর, রুদ্রডাঙা, হালতাচড়ায় মোট ৬টি বুথে ভোটকর্মীদের উপযুক্ত নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

কাটোয়া মহকুমার কেতুগ্রাম ২নং ব্লকের সুজাপুর ও চরসুজাপুর গ্রাম দুটি ভাগীরথীর পূর্ব পাড়ে নদিয়ার দিকে অবস্থিত হওয়ায় নৌকায় করে ভোটকর্মীদের নিয়ে যাওয়া হবে। তার আগে গাড়ি করে ফেরিঘাটে পৌঁছে দেওয়া হবে। নদী পার হওয়ার পর টোটোয় চাপিয়ে সংশ্লিষ্ট বুথে পৌঁছে দেওয়া হবে ভোটকর্মীদের। কাটোয়া ২নং ব্লকের ভাগীরথী ঘেরা দ্বীপগ্রাম চরবিষ্ণুপুরেও যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। কাটোয়া ১নং ব্লকের গিধগ্রাম পঞ্চায়েতের ভালসুনি গ্রামের দুটি বুথে পৌঁছানোর রাস্তাটি নির্জন ও দুর্গম। ব্লক অফিস নতুনহাট থেকে ৩৮ কিমি দূরে। আবার এই ব্লকেরই আলমপুর পঞ্চায়েতের নন্দনপুর বুথে পৌঁছাতে আড়াই কিমি মেঠো পথ পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনও উপায় নেই। এই বুথগুলিতে ভোটকর্মীদের নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ভোটপর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে বাড়তি বাহিনিও মোতায়েন করা হবে বলে নির্বাচন দপ্তর সূত্রের খবর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!