- দে । শ
- জুলাই ২৭, ২০২৪
সন্দেশখালিতে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উদযাপন

স্বাভাবিক ছন্দেই চলছে সন্দেশখালির জনজীবন। এবার এলাকার জীব বৈচিত্র ও প্রাকৃতিক পরিবেশকে বাঁচাতে নেমে পড়লেন সন্দেশখালি ২ ব্লকের বেড়মজুর গ্রামের যুব সমাজ কল্যাণ সংস্থা। কে বলবে কয়েকদিন আগে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বেড়মজুর গ্রাম। ২৬ জুলাই আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবসে সংস্থার উদ্যোগে বেড়মজুর গ্রামে ছোট কলাগাছি নদীর চরে ম্যনগ্রোভ চারা রোপন করা হল। পরিবেশবিদদের আশঙ্কা, সুন্দরবন সহ গাঙ্গেয় ব–দ্বীপ অঞ্চলের একাধিক গ্রাম অদূর ভবিষ্যতে জলের তলায় নিশ্চিহ্ন হয়ে যাবে। যেভাবে ম্যানগ্রোভ ধ্বংস হচ্ছে তাতে সুন্দরবনের অস্তিত্ব সংকটে।
সংস্থার দাবি, প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে সুন্দরবনের নদী বাঁধকে রক্ষা করতে পারে একমাত্র ম্যানগ্রোভ। সুন্দরবনের নদী বাঁধ রক্ষার স্বার্থে অসংখ্য জায়গায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে তোলা প্রয়োজন। সুন্দরবন রক্ষার স্বার্থে আমাদের এই উদ্যোগ।’ শুক্রবার ছোট কলাগাছিয়া চরে সুন্দরী, গরান, কেওড়া, বাইন, কাঁকরা, গেওয়া সহ নানা প্রজাতির ম্যানগ্রোভ রোপন করা হয় যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে। প্রদীপ্ত সরকার, রাহুল আড়ি, শুভদীপ সরদার, সুমন আড়ি, রানা সর্দার, বিশ্বনাথ আড়ি, সায়ন সরদার প্রমুখরা এক হাঁটি পলি মাটির মধ্যে নেমে ম্যানগ্রোভ চারা রোপন করেন। সংস্থার সম্পাদক প্রদীপ্ত সরকার বলেন, ‘দলমত নির্বিশেষে আমাদের সচেতন হবার সময় এসেছে। নতুবা প্রকৃতির খামখেয়ালিপনার কাছে আমাদের আত্মসমর্পন করতে হবে।’ ম্যানগ্রোভ চারা রোপনের পাশাপাশি সেগুলি পরিচর্যা ও রক্ষনাবেক্ষনের দায়িত্ব নিয়ে সংস্থার সদস্যরা।
❤ Support Us