Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ৯, ২০২৪

সন্দেশখালিতেও আর জি করের ঘটনার বিচার চেয়ে এবার নাগরিক মিছিল

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্দেশখালিতেও আর জি করের ঘটনার বিচার চেয়ে এবার নাগরিক মিছিল

আরজি করের ঘটনার প্রতিবাদের ঝড় বসিরহাটে অব্যাহত। ‘‌জাস্টিস ফর আরজি কর’‌ প্রতিবাদ কর্মসূচির এই দফায় রবিবার বিকেল থেকে বসিরহাটের মানুষ ঘন্টায় ঘন্টায় পথে নেমেছে। রবিবার বিকেলে ‘‌বিশ্বজোড়া প্রতিবাদ’‌ কর্মসূচির অঙ্গ হিসেবে বিশ্বের নানা প্রান্তের মত বসিরহাটেও বোটঘাটে ‘‌মানব বন্ধন’‌–‌এ নানা শ্রেণির মানুষ। রাতে বসিরহাটের টাউন হল, বোটঘাট, জেলেপাড়া মোড়, হাসনাবাদের থুবা মোড়, বনবিবি সেতুর ওপর প্রতিবাদী মানুষ আন্দোলনে নামেন। চলে গান, কবিতা, ছবি আঁকা, স্লোগান। ফের রাত দখলে নামেন মহিলারা। বনবিবি সেতুর ওপর আরজি করের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে বিচার প্রক্রিয়া তরান্বিত করার দাবি ওঠে। আজ, সোমবার সকাল ১০ টায় সন্দেশখালির মানুষ পথে নামেন। গত কয়েক মাস আগে সন্দেশখালির মানুষ একভাবে আন্দোলন করতে দেখেছে। সেখানে ছিল রাজনৈতিক স্বার্থ চরিতার্থের আন্দোলন। আজ সন্দেশখালির মানুষ দেখল অন্য মিছিল। রাজবাড়ি থেকে সরবেড়িয়া পর্যন্ত বিশাল মিছিল আরজি কর কান্ডের প্রতিবাদে ‘‌বিচার চাই’‌ আওয়াজ তুলল। রাজনীতির রঙ ভুলে মিছিলে হাঁটলেন, শিশু, কিশোর, শিক্ষক, অভিভাবক, ছাত্র , মহিলা সকলে। তাঁরা আওয়াজ তুললেন “সন্দেশখালির এক স্বর, জাস্টিস ফর আরজি কর।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!