Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৪

‌পেত্রাতোসের গোলে গোয়ার বিরুদ্ধে মধুর প্রতিশোধ মোহনবাগানের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌পেত্রাতোসের গোলে গোয়ার বিরুদ্ধে মধুর প্রতিশোধ মোহনবাগানের

প্রথম পর্বের ম্যাচে ঘরের মাঠে এফসি গোয়ার কাছে ৪–১ ব্যবধানে হারতে হয়েছিল মোহনবাগানকে। অ্যাওয়ে ম্যাচে মধুর প্রতিশোধ। গোয়ার মাঠে এফসি গোয়াকে ১–০ ব্যবধানে হারিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এল মোহনবাগান। ১৩ ম্যাচে হাবাসের দলের পয়েন্ট ২৬। দুরন্ত গোল করে মোহনবাগানকে জেতালেন দিমিত্রি পেত্রাতোস।
ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে দুর্দান্ত শুরু করেছিল এফসি গোয়া। মনে হচ্ছিল টানা অপরাজিত থাকার রেকর্ড হয়তো ধরে রাখবে। ৫ মিনিটেই এগিয়ে যেতে পারত এফসি গোয়া। ব্রেন্ডনের সেন্টারে হেড করেছিলেন মার্টিনেজ। বল বারে লেগে ফিরে আসে। যদিও মার্টিনেজ অফসাইডে ছিলেন। ১৩ মিনিটে ওডেই মোহনবাগানের জালে বল ঢুকিয়েছিলেন। কিন্তু অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়। ম্যাচের ২১ মিনিটে প্রথম সুযোগ পায় মোহনবাগান। বাঁদিক থেকে ঢুকে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন পেত্রাতোস। গোয়া গোলকিপার আর্শদীপ সিং উড়ে গিয়ে দুরন্ত সেভ করেন।

হাবাসের লক্ষ্য ছিল প্রতিআক্রমণে গোল তুলে নেওয়া। মোহনবাগান রক্ষম সামলাতে এতটাই ব্যস্ত ছিলেন, সেভাবে প্রতিআক্রমণ শানাতে পারছিল না। বিক্ষিপ্ত লগ্নে আক্রমণ তুলে নিয়ে এলেও শক্তিশালী গোয়া রক্ষণব্যূহ ভেদ করতে পারছিলেন না পেত্রাতোসরা। ম্যাচের প্রথমার্ধে মোহনবাগান সীমানায় বেশি খেলা হয়েছে। যদিও গোয়া গোল তুলতে পারেনি।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে মোহনবাগান। অনিরুদ্ধ থাপার জায়গায় জনি কাউকো ও সাদিকুর জায়গায় লিস্টন কোলাসো নামার পর আক্রমণে গতি বাড়ে। ৬৩ মিনিটে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয় মোহনবাগান। কাউকোকে বক্সের মধ্যে ফাউল করেন ওডেই। রেফারি এড়িয়ে যান। অবশেষে ৭৪ মিনিটে বাগানের হয়ে জয়সূচক গোল করেন পেত্রাতোস। কাউকোর পাস থেকে মনবীর শট নিয়েছিলেন। গোল ছেড়ে বেরিয়ে বক্সের বাইরে এসে ক্লিয়ার করতে যান গোয়া গোলকিপার অর্শদীপ সিং। বল পেয়ে যান পেত্রাতোস। ৩৫ গজ দুর থেকে ফাঁকা গোলে লব বকে মোহনবাগানকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দেন তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!