Advertisement
  • এই মুহূর্তে
  • মার্চ ৩০, ২০২২

ন’দিনে আটবার, আরও মহার্ঘ পেট্রল-ডিজেলের দাম, মূল্যবৃদ্ধি নিয়ে সাফাই দিলেন নির্মলা সীতারমণ

আরম্ভ ওয়েব ডেস্ক
ন’দিনে আটবার, আরও মহার্ঘ পেট্রল-ডিজেলের দাম, মূল্যবৃদ্ধি নিয়ে সাফাই দিলেন নির্মলা সীতারমণ

পেট্রোল-ডিজেলের দাম আবার বাড়ল । এই নিয়ে ন’দিনে আটবার বেড়ে গেল জ্বালানির দাম। লাগাতার জ্বালানির দাম বাড়ায় মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে মূল্যবৃদ্ধির জন্য রুশ-ইউক্রেন যুব্ধকেই কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

বুধবার লিটার প্রতি ৮০ পয়সা করে বাড়ল পেট্রল ও ডিজেলের মূল্য । যার জেরে আজ মুম্বইয়ে এক লিটার পেট্রলের দাম ১১৫.৮৮ টাকা। ডিজেল মিলছে ১০০.১০ টাকার বিনিময়ে। দিল্লিতে পেট্রল ও ডিজেলের দাম বেড়ে যথাক্রমে ১০১.০১ ও ৯২.২৭ টাকা। আজ কলকতায় লিটার পিছু পেট্রলের দাম ১১০.৫২ টাকা। প্রতি লিটার ডিজেল কিনতে খরচ করতে হবে ৯৫.৪২ টাকা। চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রল ও ডিজেল পাওয়া যাচ্ছে ১০৬.৬৯ টাকা এবং ৯৬.৭৬ টাকায়।

লাগাতার মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মঙ্গলবার নির্মলা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবেই এ দেশে জ্বালানির দাম বাড়ছে। যুদ্ধ দুই দেশের মধ্যে চললেও বিভিন্ন দেশে তার পরোক্ষ প্রভাব পড়ছে । এই যুদ্ধের জন‌্যই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাচ্ছে। গত দু’সপ্তাহের মধ্যে ব্যাহত হচ্ছে তেল সরবরাহও। জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সরকার একথা জানিয়েছেন নির্মলা।

২০১৯ সালের মার্চ থেকে চলতি বছরের মার্চের মধ্যে পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধের দাম কী ছিল আর কী হয়েছে, তার তালিকা প্রকাশ করে কেন্দ্রকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেন অভিষেক। মঙ্গলবার জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথেও নামে তৃণমূলের যুব ও ছাত্ররা।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পাহাড়ের এক সমাবেশ থেকে জ্বালানির মূল্যবৃদ্ধির ইস্যুতে কেন্দ্রের উপর তোপ দেগে গতকালই বলেছিলেন, পাঁচ দিনে পাঁচ বার দাম বেড়েছে। ভাবুন একবার! এভাবে সাধারণ মানুষের কীভাবে চলবে? মানুষ খাবে কী?

রাহুল গান্ধীও বারবার ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া অথচ কেন্দ্র মুখে কুলুপ এঁটেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!