Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২০, ২০২৩

‌আইপিএলে নিলামে ব্রাত্য থেকে ব্যাটে ঝড় ফিলিপ সল্টের, ১০ ছক্কায় ৫৭ বলে ১১৯

আরম্ভ ওয়েব ডেস্ক
‌আইপিএলে নিলামে ব্রাত্য থেকে ব্যাটে ঝড় ফিলিপ সল্টের, ১০ ছক্কায় ৫৭ বলে ১১৯

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজের তৃতীয় ম্যাচে ৫৬ বলে ১০৯ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন ফিলিপ সল্ট। অনেকেই মনে করেছিলেন, মঙ্গলবার আইপিএলের নিলামে ইংল্যান্ডের এই ওপেনারকে নিয়ে ফ্র‌্যাঞ্চাইজিগুলির মধ্যে কাড়াকাড়ি পড়ে যাবে। কী আশ্চর্য!‌ শেষ পর্যন্ত নিলামে অবিক্রিত থেকে গেলেন সল্ট!‌ আর সেই উপেক্ষার জবাব দিলেন ব্যাটে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচেও সেঞ্চুরি। ৫৭ বলে করলেন ১১৯। তাঁর ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ৭৫ রানে জিতে ৫ ম্যাচের সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। সিরিজের ফল এখন ২–২।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডকে দারুণ শুরু এনে দিয়েছিলেন ফিলিপ সল্ট ও জস বাটলার। ৫৯ বলে ১১৭ রানে জুটি গড়েন দুজনে। ২৯ বলে ৫৫ রান করে আউট হন বাটলার। মারেন ৬টি ৪ ও ৩টি ৬। এদিন টি২০ ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েন বাটলার। তিনি মেরেছেন ১২৩টি ৬। আগের রেকর্ড ছিল ইওয়িন মর্গানের। তিনি মেরেছিলেন ১২০টি ৬।

বাটলার আউট হলেও ইংল্যান্ডের রান তোলার গতি অব্যাহত রাখেন ফিলিফ সল্ট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোনরা। ৯ বলে ২৪ রান করে আউট হন জ্যাকস। এরপর ইংল্যান্ডে এগিয়ে নিয়ে যান সল্ট ও লিভিংস্টোন। ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সল্ট। শেষ পর্যন্ত আন্দ্রে রাসেলের বলে আউট হন তিনি। ৫৭ বলে ১১৯ রান করেন সল্ট। মারেন ৭টি ৪ ও ১০টি ৬। এটা টি২০ ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আন্তর্জাতিক টি২০ তৃতীয় ক্রিকেটার হিসেবে টানা দুটি সেঞ্চুরি পেলেন সল্ট। এর আগে এই কীর্তি ছিল দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ও ফ্রান্সের গুস্তব ম্যাককিওনের। ২১ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন লিয়াম লিভিংস্টোন। ২০ ওভারে ৩ উইকেটে ২৬৭ তোলে ইংল্যান্ড।

২৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিংকে (‌০)‌ তুলে নেন মইন আলি। এরপর দ্রুত রান তুলতে গিয়ে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ৬.‌৬ ওভারে ১০০ রান তোলার ফাঁকেই ৪ উইকেট হারায়। কাইল মেয়ার্স ৫ বলে করেন ১২। ১৫ বলে ৩৯ রান করেন নিকোলাস পুরান। ৮ বলে ১৬ রান করেন সাই হোপ। ১৫ বলে ৩৬ রান করে আউট হন শেরফানে রাদারফোর্ড। আন্দ্রে রাসেলে ২৫ বলে ৫১ রান করলেও ২৭ বল বাকি থাকতে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৫.‌৩ ওভারে তোলে ১৯২। রিচ টপলি ৩৭ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন সাম কারেন ও রেহান আমেদ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!