- দে । শ
- ডিসেম্বর ৬, ২০২২
সর্বদলীয় বৈঠকে সরব তৃণমূল, সুদীপের দাবি বাংলাকে আর্থিকভাবে অবরুদ্ধ করে তোলার চেষ্টা চলছে

এবছর জি ২০–র সভাপতিত্ব করার দায়িত্ব পেয়েছে ভারত। আগামী এক বছরে দেশে ২০০টির বেশি সেমিনার হওয়ার কথা রয়েছে। পরিকল্পনার রূপরেখা তৈরি করতে আজ নিজের বাসভবনে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী বৈঠকে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি, কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খড়গে, সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিসহ বিভিন্ন রাজ্যের তাবড় তাবড় নেতারা এই সর্বদলীয় বৈঠকে হাজির ছিলেন। প্রায় ৩০ টিরও বেশি দল যোগ দিয়েছিল।
বুধবার থেকে শুরু হচ্ছে সংসদে শীতকালীন অধিবেশন। সেই অধিবেশনে কোন কোন বিষয় তুলে ধরা হবে, তা নিয়েও সর্বদলীয় বৈঠকে আলোচনা হয়। এই বৈঠকের নেতৃত্বে দেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার নেতা পীযূষ গোয়েল, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীও। এই বৈঠকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের প্রাপ্য বকেয়া নিয়ে আগে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সাংসদ অভিষেক ব্যানার্জি। পঞ্চায়েত নির্বাচনের আগে সর্বদলীয় বৈঠকে এ ব্যাপারে আবার সরব হয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, বাংলাকে আর্থিকভাবে অবরুদ্ধ এবং অস্থির করে তোলার চেষ্টা চলছে।
সর্বদলীয় বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘বাংলাকে আর্থিকভাবে অবরুদ্ধ করার এবং অস্থির করার চেষ্টা হচ্ছে। রাজ্যের বিরোধী নেতাদের ওপর প্রতিহিংসা নেওয়ার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। অথচ বাংলার প্রাপ্য বকেয়া টাকা আটকে রাখা হচ্ছে।’ সংসদের শীতকালীন অধিবেশনে মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে আলোচনা চায় তৃণমূল কংগ্রেস। আর এইসব ইস্যুতে সংসদে বিরোধীদের বলতে দেওয়ার দাবি জানিয়েছে তারা।
এছাড়াও উত্তর–পূর্ব ভারতের একাধিক বিষয় নিয়ে, বিশেষ করে মেঘালয়ের সাম্প্রতিক কালের নানা সমস্যার কথা এদিন সর্বদলীয় বৈঠকে তুলে ধরেন তূণমূল নেতারা। সংসদের বিলগুলি সঠিকভাবে পর্যালোচনা করার জন্য আগে সংসদীয় কমিটি এবং সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদরা।
❤ Support Us