- দে । শ
- ফেব্রুয়ারি ১৫, ২০২২
গণভবন থেকে একুশে বইমেলা উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
মঙ্গলবার গণভবন থেকে অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।করোনা সংক্রমণ কমলে মেলার সময়সীমা বাড়তে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি চত্বরে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।বইমেলা অনুষ্ঠিত হচ্ছে একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দি উদ্যানের প্রায় সাড়ে ৭ লাখ বর্গফুট এলাকা জুড়ে। একাডেমি প্রাঙ্গণে ১০২টি , সোহরাওয়ার্দি উদ্যানে ৪৩২টি প্রকাশনা সংস্থাসহ মোট ৭৭৬টি স্বটল বরাদ্রাদ করা হয়েছে। মেলায় থাকছে ৩৫টি প্যাভিলিয়ন ।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নিয়ে প্রতিদিন বিকাল ৪টায় বইমেলার মূল মঞ্চে সেমিনার অনুষ্ঠিত হবে। মাসব্যাপী প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা । রাত ৮টা ৩০ মিনিটের পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না।
বাংলাদেশের বইমেলাকে কেন্দ্র করে প্রকাশক, লেখক ও কবিদের উৎসাহ ক্রমাগত বাংলাদেশের আরেক উৎসব হয়ে উঠছে। বাড়েছে বই বিক্রি । তরুণদের আড্ডা, প্রকাশ্যে গান আর হুল্লোড়কে করোনাও রুখতে পারছে না। করোনার পরাজয় আর উচ্ছ্বাসের জয় যেন, মেলার অন্যতম প্রতীক ।
❤ Support Us